1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

৭৭০ টাকার প্যাকেজে টিসিবির পণ্য বিক্রি শুরু

ইবার্তা টুয়েন্টিফোর ডটকম : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

সামাজিক দূরত্ব বজায় রেখে ৭৭০ টাকার প্যাকেজে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে পঞ্চগড়ে। শনিবার (১৮ এপ্রিল) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে নির্ধারিত ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়। সপ্তাহের ৭ দিনই পণ্য ক্রয়-বিক্রয় চলবে।
টিসিবির পঞ্চগড়ের ডিলার কায়সার হামিদ প্রধান সজিব জানান- ৭৭০ টাকার এই প্যাকেজে তেল, চিনি, বুটের ডাল ও মশুরের ডাল পাওয়া যাবে। এর মধ্যে ৫ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি, ২ কেজি বুট ও ১ কেজি মসুরের ডাল।
তিনি জানান, প্রতি কেজি তেলের মূল্য ৮০ টাকা, চিনি প্রতি কেজি ৫০ টাকা, বুট প্রতি কেজি ৬০ টাকা ও মুসর ডাল প্রতি কেজি ৫০ টাকা দর হিসেবে বিক্রি করা হচ্ছে। এতে সবমিলে ৭৭০ টাকা লাগবে।
পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকায় সপ্তাহের ৭ দিনই টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন তিনশ’ মানুষ টিসিবির এই পণ্য কিনতে পারবেন। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব পণ্য কিনতে হবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ