1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

অল্প বয়সে চুল পাকা রোধের উপায়

ইবার্তা টুয়েন্টিফোর ডটকম : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৯ আগস্ট, ২০১৭
অল্প বয়সে চুল পাকা রোধের ঘরোয়া পদ্ধতি

ইবার্তা টুয়েন্টিফোর ডটকম: পরিবেশ দূষণ‚ অস্বাস্থ্যকর খাবারের কারণে অনেকের অল্প বয়েসেই চুল পেকে যায়| গবেষকদের মতে ৩০ বছর বা তার কম বয়সে চুল পেকে যাওয়ার পেছনে স্ট্রেসই বেশি দায়ী।  অনেকের জেনেটিক কারণেও এটি হয়। কম বয়সে চুল পাকা রোধের কিছু ঘরোয়া পদ্ধতি দেয়া হলো যা মহৌষধির কাজ করে।:
জবা ফুল:
জবা ফুল চুল পড়া কমায় এবং চুল পাকা রোধ করে| গরম পানিতে ৫০টির মতো জবা ফুল পাঁচ মিনিট ফুটিয়ে নিন| ঠান্ডা হলে ফুলগুলো মিহি করে বেটে নিন| এরপর চুলের গোড়ায় লাগিয়ে ২০ মিনিট রাখুন এবং শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন| সপ্তাহে একবার ঘরে তৈরি এই হেয়ার মাস্ক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
 
গাজর আর তিল :
তিলের তেল ও গাজরের রস ভালো করে মিশিয়ে নিন| এতে এক টেবিল চামচ মেথি গুঁড়ো মেশান| মিশ্রনটা ২০ মিনিট রোদে রাখুন, এরপর মাথায় হাল্কা করে ম্যাসাজ করে লাগান। আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন| এটি চুলের স্বাস্থ্যর উন্নতি ঘটায় ও চুল পড়া রোধ করে।
আদা:
আদার অসংখ্য গুণের একটি চুলকে কালো রাখা।
=) ১ চামচ মধুর সঙ্গে পরিমাণমতো আদা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। তারপর সেটি প্রতিদিন চুলে লাগান। এই ঘরোয় মিশ্রণটি চুলকে দীর্ঘসময় কালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
=) আদা গ্রেট করে দুধ বা তেলের সঙ্গে মিশিয়ে নিন| চুলে ২০ মিনিট লাগিয়ে রাখুন এবং শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ২ সপ্তাহ এই মিশ্রণ লাগালে চুল কালো হবে|
পেঁয়াজ
এতে উপস্থিত বিশেষ কিছু এনজাইম সাদা চুলের সমস্যা দূর করার পাশাপাশি চুল পড়া কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এ ক্ষেত্রে পরিমাণমতো পিঁয়াজ থেকে রস সংগ্রহ করে সেটা চুলে লাগাতে হবে।
যাদের পাকা চুল নেই তারাও এই হেয়ার মাস্কগুলো ব্যবহার করতে পারেন যেন চুলে পাক না ধরে|


সর্বশেষ - জাতীয় সংবাদ