1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

অযোদ্ধার রায়ে বিক্ষোভ বা প্রতিবাদ না করার সিদ্ধান্ত ভারতের শীর্ষ আলেমদের!

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

রায়ে সন্তুষ্ট না হলেও আদালতের প্রতি সম্মান জানিয়ে মেনে নিয়েছেন!

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরী মসজিদ-রাম জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্ট ওই জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে। এছাড়া সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেয়ার কথা বলা হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় সকল শীর্ষ আলেমগণ ও মুসলমান নেতারা রায়ের প্রতি সম্মান দেখিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ না করার সিদ্ধান্ত নিয়েছে।
দিল্লী শাহী মসজিদের খতিব সৈয়দ আহমেদ বুখারী বলেন, ‘এ দেশের মুসলমানেরা শান্তি চায়। আমরা আগেই বলেছি যে রায়ই হোক আমরা স্বাগত জানাবো।’
অযোধ্যা সংশ্লিষ্ট রায়ের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে আহমেদ বুখারী বলেন, ‘আমরা রায় মেনে নিয়েছি। এ বিষয় নিয়ে আর কোনো পদক্ষেপ গ্রহণের প্রয়োজন নেই।’
তিনি বলেন, ‘এ ইস্যুটি দীর্ঘদিনের। আমাদের উচিত এর সমাপ্তি টানা। তিনি আইনী লড়াই চালানোর পক্ষে নন বলে মন্তব্য করে সকলকে শান্তি বজায় রাখার আহবান জানান।’
সংবাদ সম্মেলনে সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরইয়াব জিলানি বলেছেন, ‘আমরা রায়কে সম্মান জানাই। আমরা সন্তুষ্ট নই। তবে এ নিয়ে তাঁরা কোনওরকম বিক্ষোভ বা প্রতিবাদ করবো না।’
দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী বাবরী মসজিদ সম্পর্কিত সুপ্রিম কোর্টের রায়ে মুসলমানদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন যে, ‘যেকোনো অবস্থাতেই শান্তি বজায় রাখা সবচেয়ে বড় প্রয়োজন। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এবং কারও উসকানিতে কোনও ভুল পদক্ষেপ গ্রহণ করা হয় মুসলিমদের এমন কাজ না করা উচিত।’
আজমীর শরীফ দরগাহের দীওয়ান সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, ‘সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত কারও জয় বা পরাজয় নয়। আমাদের উচিত সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্ত গ্রহণ করা। যা হয়েছে তা জাতীয় স্বার্থের এবং আমাদের বছরের পর বছর ধরে চলমান বিরোধের অবসান করা উচিত।’
উল্লেখ্য, ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরী মসজিদ-রাম জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্ট ওই জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, মূল জমি পাবে ‘রাম জন্মভূমি ন্যাস’। অন্যদিকে, মসজিদের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়ে সরকারকে গুরুত্বপূর্ণ কোনও জায়গায় ওই জমির বন্দোবস্ত করতে বলা হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ