জার্মানি বলছে ‘পুতিন একটি খেলা খেলছেন’

15 views

মস্কো সাময়িকভাবে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে রাজি হওয়ার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে রুশ হামলার খবর প্রকাশের পর বুধবার জার্মানি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ‘খেলা খেলার’ অভিযোগ করেছে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস একটি টিভি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা দেখেছি, পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই যুগান্তকারী, দুর্দান্ত ফোনালাপের পর প্রথম রাতেই বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণ মোটেও কমেনি।’

বার্লিন থেকে এএফপি আজ এই খবর জানায়।

‘পুতিন একটা খেলা খেলছেন।’

পিস্টোরিয়াস আরো বলেছেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ জাতির প্রতি আমেরিকান প্রেসিডেন্টের দায়িত্ব রয়েছে এবং আমি নিশ্চিত যে, এমন একটি সময় আসবে যখন তাকে প্রতিক্রিয়া জানাতে হবে’।

মঙ্গলবার ট্রাম্পের সাথে ৯০ মিনিটের কথোপকথনে, পুতিন ৩০ দিনের জন্য জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করার জন্য একটি ছোটখাটো প্রতিশ্রুতিতে সম্মত হন। কিন্তু ইউক্রেনের সাথে তিন বছরের যুদ্ধে পূর্ণ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেন।

নতুন হামলার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকরভাবে প্রত্যাখ্যান করার অভিযোগ করেছেন, যা কিয়েভ পূর্বে গ্রহণ করেছিল।

পিস্টোরিয়াস বলেছেন, জ্বালানি লক্ষ্যবস্তুতে আক্রমণ বন্ধে পুতিনের প্রতিশ্রুতি ‘মূলত কিছুই নয়’ কারণ ইউক্রেনের এই ধরনের অবকাঠামো ইতোমধ্যেই ‘সর্বোত্তম সুরক্ষিত’ ছিল।

মন্ত্রী ক্রেমলিনের এই জোরকে ‘অগ্রহণযোগ্য’ বলেও বর্ণনা করেছেন। পুতিন চেয়েছেন, শান্তির জন্য একটি ‘মূল শর্ত’ হবে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত সেনাবাহিনীকে পশ্চিমা সামরিক ও গোয়েন্দা সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ করা।

পিস্টোরিয়াস বলেছেন, ‘এটি খুবই স্বচ্ছ’, ‘পুতিনের লক্ষ্য ছিল কিয়েভের সমর্থকদের ‘ইউক্রেনকে আরো সমর্থন করা এবং যুদ্ধবিরতির সময় বা পরে যদি আরেকটি আক্রমণ হয় তবে এটিকে সত্যিকার অর্থে আত্মরক্ষার জন্য সক্ষম করা’ থেকে বিরত রাখা।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া বেসামরিক অবকাঠামো যেমন ইউক্রেনের হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এছাড়া মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে রাশিয়ান নেতা কার্যত একটি ব্যাপক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন বলেও অভিযোগ করেন জেলেনস্কি।

ফোনালাপে পুতিন ট্রাম্পকে বলেছেন যে, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কেবল তখনই কার্যকর হবে যদি ইউক্রেনের মিত্ররা সামরিক সহায়তা দেয়া বন্ধ করে দেয়। তবে এই শর্তটি ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা আগে প্রত্যাখ্যান করেছে।

এদিকে, দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় তাদের একটি তেল ডিপোতে আগুন লেগেছে।

মঙ্গলবার জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বন্ধে পুতিনের সম্মতির কয়েক ঘণ্টার মধ্যেই জেলেনস্কি জানান, ইউক্রেনের হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া।

জেলেনস্কি অভিযোগ করেন, ‘রাশিয়ার এই ধরনের রাতের আক্রমণই আমাদের জ্বালানি খাত, আমাদের অবকাঠামো এবং ইউক্রেনীয়দের স্বাভাবিক জীবন ধ্বংস করেছে।’

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর তারা ইউক্রেনের ৫৭টি ড্রোন ভূপাতিত করেছে। তার মধ্যে ৩৫টি কুরস্ক সীমান্ত অঞ্চলের উপর দিয়ে গেছে।

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর বলেছেন, এখানকার পরিস্থিতি কঠিন। তবে ইউক্রেনীয় বাহিনী বেলগোরোডে স্থল আক্রমণের চেষ্টা করেছিল কিন্তু তাদের পিছু হটানো হয়েছিল বলে নিশ্চিত করে মস্কো।

Leave a Comment

Ebarta24.com

Heading Title