টাঙ্গাইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে ষাঁড় ও বাছুর বিতরণ

11 views

জেলার ঘাটাইল উপজেলায় আজ অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে ষাঁড় ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে ঘাটাইল উপজেলার সাগরদিগীতে ষাঁড় ও বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।

অনুষ্ঠানে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নির্বাচিত সুফলভোগীদের মধ্যে ৩২ জনকে ষাঁড় ও ৩২ জনকে বকনা বাছুর প্রদান করা হয়। ষাঁড় গরু প্রাপ্ত সুফলভোগীদের মধ্যে জনপ্রতি ১৫০ কেজি করে দানাদার খাবার এবং বকনা বাছুর প্রাপ্ত সুফলভোগীদের মধ্যে জনপ্রতি ১০০ কেজি করে দানাদার খাবার সহ ভিটামিন বিতরণ করা হয়।

এ সময় ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বাহাউদ্দিন সারোয়ার রিজভী-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Ebarta24.com

Heading Title