ট্রাম্পকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তিরস্কার

14 views

ওয়াশিংটনের এক বিচারকের বিরুদ্ধে অভিশংসন চাওয়ায় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য তিরস্কার করেছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। বিরল এই ঘটনার পর থেকে বিচার বিভাগের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রবার্টস একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ‘দুই শতাব্দীরও বেশি সময় ধরে এটি প্রতিষ্ঠিত হয়েছে। বিচারিক সিদ্ধান্তের বিষয়ে মতবিরোধের ক্ষেত্রে অভিশংসন একটি উপযুক্ত প্রতিক্রিয়া নয়। এই জন্য স্বাভাবিক আপিল পর্যালোচনা প্রক্রিয়া রয়েছে।’

এরআগে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদেও এল সালভাদরে নির্বাসনের ফ্লাইট স্থগিতের আদেশ দেন জেলা বিচারক জেমস বোসবার্গ। এই ঘটনার জেরে জেমস বোসবার্গকে অভিশংসনের আহ্বান জানান ট্রাম্প। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিত করায় হোয়াইট হাউসও জেলা আদালতের তীব্র সমালোচনা করেছে।

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প এই প্রথম ব্যক্তিগতভাবে একজন বিচারকের বিরুদ্ধে অভিশংসনের আহ্বান জানান।

মঙ্গলবার তিনি ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেছেন ‘বোসবার্গ একজন উগ্র বাম উন্মাদ বিচারক, একজন সমস্যা সৃষ্টিকারী ও উত্তেজনা সৃষ্টিকারী। তাকে দুঃখজনকভাবে বারাক হোসেন ওবামা নিয়োগ দিয়েছিলেন।’

ট্রাম্প বলেন, ‘অনেক ফ্যাসিস্ট বিচারকের মতো এই বিচারককে অভিশংসিত করা উচিত।’

কয়েক ঘণ্টা পরে টেক্সাসের একজন রিপাবলিকান আইন প্রণেতা ব্র্যান্ডন গিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ঘোষণা করেন, বোসবার্গের বিরুদ্ধে তিনি হাউসে অভিশংসনের নিবন্ধ উপস্থাপন করেছেন, যাকে তিনি ‘একজন এক্টিভিস্ট বিচারক’ হিসাবে বর্ণনা করেছেন।

রবার্টসের বিরল বক্তব্যের পর ট্রাম্প আরেকটি পোস্টে বলেছেন, ‘যদি একজন প্রেসিডেন্ট খুন ও বিভিন্ন অপরাধে জড়িতদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার অধিকার না থাকে, একজন উগ্র বাম উন্মাদ বিচারক যদি প্রেসিডেন্টের ভূমিকা পালন করতে চায়, তাহলে আমাদের দেশ খুব বড় সমস্যায় পড়বে এবং ব্যর্থতা অনিবার্য।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারকদের প্রেসিডেন্ট আজীবনের জন্য মনোনীত করেন। তাকে কেবল ‘গুরুতর অপরাধ বা অপকর্মের’ জন্য প্রতিনিধি পরিষদ দ্বারা অভিশংসন এবং সিনেটে দোষী সাব্যস্ত হলে অপসারণ করা যেতে পারে।

ফেডারেল বিচারকদের অভিশংসন অত্যন্ত বিরল ঘটনা। সর্বশেষ ২০১০ সালে কংগ্রেস একজন বিচারককে অপসারণ করেছিল।

Leave a Comment

Ebarta24.com

Heading Title