পঞ্চগড়ে ভারত থেকে আসা পাথরের স্তূপে মর্টারশেল

14 views

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারত থেকে আমদানি করা পাথরের স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলীডাঙ্গী এলাকায় একটি পাথরকোয়ারি থেকে মর্টারশেলটি উদ্ধার করে বিজিবি।

এর আগে শ্রমিকেরা পাথরের স্তূপে মরিচা ধরা মর্টারশেলটি দেখতে পেয়ে বিজিবিকে জানায়। পরে বিজিবি সদস্যরা মর্টারশেলটি ঘিরে রেখে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশকে খবর দেয়।

পুলিশ, বিজিবি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে পাগলীডাঙ্গী এলাকায় ব্যবসায়ী আবুল কালাম আজাদের পাথরকোয়ারিতে পাথর ভাঙার কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় পাথরের স্তূপে মরিচা ধরা লম্বাকৃতির একটি বস্তু পাওয়া যায়। সেটিকে বোমা ভেবে বিজিবির বাংলাবান্ধা বিওপির সদস্যদের জানানো হয়। পরে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে বস্তুটি অবিস্ফোরিত মর্টারশেল বলে শনাক্ত করে। এরপর সেখানেই মর্টারশেলটিকে বেষ্টনী তৈরি করে ঘিরে রাখা হয়। সেই সঙ্গে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশকে খবর দেওয়া হয়।

বিজিবির বাংলাবান্ধা বিওপির কমান্ডার আবদুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পাথরের স্তূপে পাওয়া বস্তুটি অবিস্ফোরিত মর্টারশেল বলে আমরা নিশ্চিত হয়েছি। এটি ভারত থেকে আমদানি করা পাথরের সঙ্গে এসেছে বলে ধারণা করা হচ্ছে। মর্টারশেলটি মরিচা ধরায় এটি কত আগে তৈরি বা কোন দেশে তৈরি, তার কিছুই বোঝা যাচ্ছে না।’

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ও বিজিবির তত্ত্বাবধানে সেখানেই মর্টারশেলটি রাখা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন তৈরি করে আদালতকে জানানো হয়েছে। সেই সঙ্গে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী মর্টারশেলটি নিষ্ক্রিয় করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Leave a Comment

Ebarta24.com

Heading Title