ময়মনসিংহে গ্রেপ্তার আরসা সদস্যদের বিরুদ্ধে র‌্যাবের ২ মামলা

10 views

ময়মনসিংহে গ্রেপ্তার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যের বিরুদ্ধে দুই মামলা করেছে র‌্যাব। মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১১ এর সুবেদার হারুন অর রশিদ কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন বলে পুলিশ জানিয়েছে।
আসামিরা হলেন- আসমত উল্লাহ (২৪), মো. হাসান (৪৩), মোছা. শাহিনা (২২) এবং সোনেয়ারা (১৭)।
এ ঘটনায় ৩০ লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়েছে বলে মামলার এজহার সূত্রে জানা গেছে।
জানা যায়, রোববার (১৬ মার্চ) রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র‍্যাবের বিপুল সদস্য। একপর্যায়ে তারা দরজা ভেঙে ভবনের ১০ ও ১১ নম্বর ফ্ল্যাটে প্রবেশ করে। কোনো রকম অপ্রীতিকর ঘটনার আগেই দুই শিশুসহ দুজন পুরুষ ও দুই নারীকে আটক করা হয়।
আটকদের মধ্যে দুই পুরুষ ও দুই নারীসহ দুটি শিশু সন্তান ছিল। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়। আটকের পর দ্রুত গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করেন র‍্যাব সদস্যরা।
অভিযানের নেতৃত্বে থাকা র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সাংবাদিকদের এড়িয়ে যান তারা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে তারা সংঘবদ্ধ হয়ে পরিকল্পনা করছিল। আসামিরা বর্তমানে নারায়ণগঞ্জ রয়েছে। আবেদনের প্রেক্ষিতে ময়মনসিংহ এনে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

Leave a Comment

Ebarta24.com

Heading Title