ম্যানুফেকচারিং বিপ্লব ঘটাতে চায় অন্তর্বর্তী সরকার : প্রেস সচিব

10 views

অন্তর্বর্তীকালীন সরকার দেশে ম্যানুফেকচারিং বিপ্লব ঘটাতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৬ মার্চ) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
প্রেস সচিব বলেন, ম্যানুফেকচারিং বিপ্লব ঘটাতে চায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার চীন সফরে মূল ফোকাস থাকবে বড় কোম্পানির বিনিয়োগ ও কারখানা স্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করা।
তিনি বলেন, চায়নিজ হেল্থ কেয়ারের সঙ্গে কোলাবোরেশান চায় বাংলাদেশ। তাদের আমন্ত্রণ জানানো হবে যাতে তারা বাংলাদেশে এসে ব্যবসার নতুন ক্ষেত্র অনুসন্ধান করে।
শফিকুল আলম বলেন, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায়। প্রধান উপদেষ্টার চীন সফরে বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক ও সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। সেখানে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে কথা হয়েছে। চীনের রাষ্ট্রপতি সি জিন পিংয়ের সঙ্গে মিটিং হবে আগামী ২৮ মার্চ। সফরকালে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওদের সাঙ্গেও বৈঠকের কথা রয়েছে।
প্রেস সচিব আরও বলেন, এ ছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। সম্মাননা হিসেবে ডক্টরেট উপাধি পাবেন। আগামী ২৬ মার্চ চার দিনের চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এটাই তার প্রথম কোনো রাষ্ট্রীয় সফর।

Leave a Comment

Ebarta24.com

Heading Title