সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে চাচা-ভাতিজা সম্পর্কে দুই বাংলাদেশি আহত হয়েছেন। ভারত সীমান্তে চোরাই পথে চিনির চালান আনতে গিয়ে তারা গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার ( ১৯ মার্চ) বিকেল ৩ টার দিকে উপজেলার বিছনাকান্দি মরকিটিলা সীমান্তে ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন-উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পাড় গ্রামের জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া ও তার চাচা আক্তার হোসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এদিন বিকেলে বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে চিনির আনতে যান একদল চোরাকারবারি। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ইয়ামিন ও তার চাচা আক্তার গুলিবিদ্ধ হন। পরে সঙ্গীরা তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার দেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে আত্মীয় স্বজনের সহযোগিতায় তারা গোপনে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির তথ্যমতে, সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা নামক এলাকায় ভারতের অভ্যান্তরে বাংলাদেশি একদল চোরাকারবারিরা চিনি আনতে যায়। তারা ভারতীয় খাসিয়াদের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে দুই জন গুলিবিদ্ধ হন।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতীয় খাসিয়ার সঙ্গে চোরাচালানি নিয়ে লেনদেন সংক্রান্ত বিষয়ে তর্কে জড়ালে খাসিয়াদের গুলিতে দুজন আহত হওয়ার খবর জানতে পেরেছেন। এ বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফর) কাছে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে।