ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মাসব্যাপী ফুটবল কোচিং সমাপনী

মোঃ আবু সালেহ্ মুসা, (ঠাকুরগাঁও প্রতিনিধি):
“নেশা পরিহার কর, খেলাধুলায় জীবন গড়ে তুলো,” “খেলাধুলার মাধ্যমে সুস্থ-সমৃদ্ধ হোক যুব সমাজ” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওেয়র রানীশংকৈল উপজেলায় মাসব্যাপী ফুটবল কোচিং এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকালে ঠাকুরগাঁও রানীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে আলী আকবর এমপি ক্রীড়া একাডেমির আয়োজনে ফুটবল কোচিং উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান, সাবেক জেলা ক্রীড়া অফিসার মহিউদ্দীন আহম্মেদ, রানীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক । আলোচনা সভা শেষে অতিথিরা মাসব্যাপী ফুটবল কোচিং এ অংশগ্রহণকারী খেলোয়ারদের হাতে সনদপত্র তুলে দেন ।