দ্বিতীয় ধাপে বঙ্গবন্ধু শিল্পনগরকে সম্প্রসারণ করা হবে সন্দ্বীপ আর নোয়াখালীর কোম্পানিগঞ্জ পর্যন্ত। এজন্য কাজে লাগানো হবে সাগরতীরের ১৮ হাজার একর জায়গা। এমন তথ্য জানিয়েছেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তিনি জানান, মীরসরাই থেকে ফেনীর সোনাগাজীতে শিল্পনগর বিস্তৃত করতে ২টি সেতুর নির্মাণকাজ শুরু হবে শিগগিরই। আগামী ৫ বছরে বঙ্গবন্ধু শিল্পনগরের অবকাঠামো কাজ শেষের কথাও জানান তিনি।
চট্টগ্রামের মীরসরাইয়ে সাগরতীরে ৩০ হাজার একর জায়গায় গড়ে উঠছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বঙ্গবন্ধু শিল্পনগর। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন পেয়েছে ২৩ বিলিয়ন ডলারের। নির্মাণকাজ চলছে ১৫টি কারখানার। যার ৩টি শেষ হবে আগামী জুলাইয়ে। এছাড়া চলতি বছর শুরু হবে আরো ২০-২৫টির কাজ।
বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার কোটি টাকায় নিশ্চিত করা হবে বাকিসব সুবিধা। এখন ফেনীর সোনাগাজীও আসছে এই শিল্পনগরের আওতায়। এছাড়া বিস্তৃত করা হবে সন্দ্বীপ আর নোয়াখালীর কোম্পানিগঞ্জ পর্যন্ত। যা হবে দ্বিতীয় পর্যায়ে।
বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার কোটি টাকায় নিশ্চিত করা হবে বাকিসব সুবিধা। এখন ফেনীর সোনাগাজীও আসছে এই শিল্পনগরের আওতায়। এছাড়া বিস্তৃত করা হবে সন্দ্বীপ আর নোয়াখালীর কোম্পানিগঞ্জ পর্যন্ত। যা হবে দ্বিতীয় পর্যায়ে।