1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

‘রেহানা কারও কষ্ট দেখলে খবর পাঠায়, চেষ্টা করি ব্যবস্থা নিতে’

সুভাষ হিকমত : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ছোট বোন রেহানা যখন লন্ডনে থাকে তখন সে অনলাইনে নিয়মিত পত্রিকা পড়ে এবং কারও কোনো কষ্ট দেখলে সঙ্গে সঙ্গে আমাকে খবর পাঠায়। আমি চেষ্টা করি ব্যবস্থা নিতে।
রোববার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের আর্থিক দুরবস্থা বা সংকটে পড়ার দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমি আছি, এখন হয়তো সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু আমি যখন থাকব না তখন কী হবে? তাই সেই চিন্তা থেকেই চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট করে দিচ্ছি। এই ট্রাস্ট আইনটা আমরা পার্লামেন্টে পাস করব। এরপর আমরা সরকারের পক্ষ থেকে একটা সিড মানিও দেব। সেইসঙ্গে আমরা চাইব যে, যারা চলচ্চিত্রের সঙ্গে আছেন তারাও অর্থের জোগান দেবেন। বিপদ-আপদে শিল্পী-কলাকুশলীরা যাতে এই ট্রাস্ট থেকে অনুদান নিতে পারে। এমনকি চিকিৎসা থেকে শুরু করে অন্যান্য কাজ যেন করতে পারেন- সেই লক্ষ্য নিয়েই এই ট্রাস্টটা তৈরির সিদ্ধান্ত নিয়েছি।’
শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের ঐতিহ্যগুলো রক্ষা করতে হবে। সেদিকে লক্ষ্য রেখে ফিল্ম আর্কাইভের মাধ্যমে পুরনো সিনেমাগুলো পুনরুদ্ধারে কাজ করতে হবে। কারণ সিনেমা শিল্পেও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই আমরা আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি করতে চাচ্ছি। আমাদের লক্ষ্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আর দেশের আর্থ-সামাজিক উন্নতি করা। আমরা সেদিকে লক্ষ্য রেখেই ব্যবস্থা নিয়েছি।’


সর্বশেষ - জাতীয় সংবাদ