1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পাসপোর্ট বাতিল হচ্ছে প্রবাসী ও পলাতক ‘রাষ্ট্রবিরোধী’

বিশেষ প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২

বিদেশে বসে বাংলাদেশবিরোধী বক্তব্য যারা দিচ্ছে, তালিকা করে তাদের পাসপোর্ট বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার।

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি জ্যেষ্ঠ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বুধবার সাংবাদিকদের একথা জানিয়েছেন। সুনির্দিষ্ট করে কারও নাম তিনি বলেননি। বলেছেন, যাচাই করে তাদের তালিকা করা হবে।

বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়, সেই বৈঠকেই বিষয়টি নিয়ে আলোচনা ওঠে।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী মোজাম্মেল বলেন, “বিদেশে থেকে দেখা গেছে অনেকে এমন মিথ্যাচার করছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে সেটা বলতে পারে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধেও যেগুলো বলছে, সেটা রাষ্ট্রদ্রোহী।

“দুটি জিনিস আমরা সবসময়ই পার্থক্য করি- একজন ব্যক্তি আমার বিরুদ্ধে বলতেই পারে। আরেকটা হলো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়।”

মোজাম্মেল হক বলেন, “রাষ্ট্রবিরোধী এসব কাজ যারা বিদেশে বসে করছে, তাদের যাতে পাসপোর্ট বাতিল করা হয়, সেজন্য আমরা পরামর্শ দিয়েছি।”

বিদেশে থেকে বাংলাদেশিদের কেউ কেউ রাষ্ট্রবিরোধী প্রচার চালাচ্ছে বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে আসছেন বেশ কিছু দিন ধরে।

মন্ত্রী মোজাম্মেল বলেন, “তাদের তালিকা প্রস্তুত করা হোক, তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো কারা করছে, কী কী করছে এবং কোনটা রাষ্ট্রবিরোধী কাজ, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যারা সক্রিয়ভাবে, অব্যাহতভাবে এ কাজ করে যাচ্ছে, তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে।”


সর্বশেষ - আন্তর্জাতিক সংবাদ