1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ইতালির দরজা খুলছে বাংলাদেশী শ্রমিকদের জন্য

প্রবাস ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

ইতালির অর্থনৈতিক অবস্থান ধরে রাখতে প্রতিবছর বিদেশ থেকে শ্রমিক অনুমতি দেয় দেশটির সরকার। এবার ও সেই সুযোগ করে দেয়া হয়েছে৷ বিভিন্ন খাতে চাহিদা মেটাতে ২০২২ সালে ৬৯৭০০ শ্রমিক নিবে ইতালি। অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের শ্রমিকরাও এই সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশসহ ৩২ টি দেশের নাগরিকদের জন্য কোটা বন্টন হবে ৫৯ হাজার শ্রমিকের। যার মধ্যে ১৭ হাজার স্থায়ী এবং ৪২ হাজার মৌসুমি বা কৃষি শ্রমিক। সরকারের এ সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশীরা।

ইতালিতে প্রবেশে সাধারণত কোটার বিপরীতে হাজার হাজার বাংলাদেশী আবেদন জমা পরে৷ অনেকেই দালালের মাধ্যমে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন৷ তাই আগ্রহীদের দালাল বা মধ্যাসত্ত্বভোগীদের সঙ্গে লেনদেন এড়িয়ে চলতে আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা।

আগামী ১৭ই জানুয়ারি কোটাসহ চুড়ান্ত গেজেট প্রকাশ হবে। ২৭ই জানুয়ারি স্থায়ী, সেই সঙ্গে ১লা ফেব্রুয়ারী মৌসুমি স্পন্সর ভিসার আবেদন জমা শুরু হবে এবং তা চলবে ১৭ই মার্চ পর্যন্ত।


সর্বশেষ - জাতীয় সংবাদ