1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

আল কায়েদার মতাদর্শ নিয়ে ঘর ছাড়ায় রাজধানীতে গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

উগ্র মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ঘর ছাড়ার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। রোববার (১ জানুয়ারি) রাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসির কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা আল কায়েদার মতাদর্শে অনুপ্রাণিত হয়। অনলাইনে বিভিন্ন উগ্র ভিডিওচিত্র অনুসরণের মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচয় হয় তাদের। পরে সৌদি প্রবাসী আব্দুর রব নামের একজনের প্ররোচনা ও ইন্ধনে সবাই ঘর থেকে বেরিয়ে যায়।

সৌদি আরবে একটি মসজিদে ইমামতি করত আব্দুর রব। সেখানে থাকা অবস্থায় ভার্চুয়াল বিভিন্ন মাধ্যমে জিহাদি পোস্ট ও ভিডিও দেখে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন তিনি। পরে অনলাইনে রোহিঙ্গাদের নির্যাতনের একটি ভিডিও কমেন্টের সূত্রধরে পরিচয় হয় আরও কিছু তরুণের সঙ্গে। কয়েকজনকে নিয়ে নিজেই গড়ে তোলে নেটওয়ার্ক। এক পর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ করে সৌদি থেকে দেশে চলে আসে।

সিটিটিসির পক্ষ থেকে আরও জানানো হয়, ঘর থেকে বেরিয়ে বেশ কয়েকদিন কক্সবাজার ও টেকনাফ এলাকায় অবস্থান নিয়েছিল ওই ছয় ব্যক্তি। পরে ঢাকায় ফিরলে তাদের গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। পলাতক থাকা অবস্থায় তাদের বিভিন্ন স্থানে প্রশিক্ষণের পরিকল্পনা ছিল বলেও দাবি করেন কর্মকর্তারা।


সর্বশেষ - আন্তর্জাতিক সংবাদ