1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ন্যায়বিচার নিশ্চিতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে ‘মায়ের কান্না’ 

প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩

১৯৭৭ সালের ২ অক্টোবর বিদ্রোহ দমনের নামে বিমানবাহিনীর সহস্রাধিক সদস্য গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের কান্না’  ন্যায়বিচার নিশ্চিতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে।

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং তার মানবাধিকার দলের সঙ্গে সাক্ষাৎ করে মায়ের কান্না’র আহ্বায়ক মোঃ কামরুজ্জামান মিয়া লেলিন ১৯৭৭ সালে সংঘটিত ‘ত্রুটিপূর্ণ’ বিচার প্রক্রিয়া তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ বিমান বাহিনীর নিহত সাবেক কর্মকর্তা সার্জেন্ট সৈয়দুর রহমানের ছেলে কামরুজ্জামান বলেন, জাতিসংঘের কর্মকর্তারা দেড় ঘণ্টার বৈঠকে আমাদের পুরো কথোপকথন এবং আবেদনের বিষয়টি লিপিবদ্ধ করে রেখেছেন।

কামরুজ্জামান আরও বলেন, ‘গত ৪৫ বছর ধরে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত। সরকার আমাদের কথায় কর্ণপাত করছে না। তাই আমরা জাতিসংঘের দ্বারস্থ হয়েছি। আমরা চাই জাতিসংঘ আমাদের বিষয়ে সরকারের সঙ্গে কথা বলুক’।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহিনবাগে কথিত গুমের শিকার এক বিএনপি নেতার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাক্ষাতের সময় স্মারকলিপি দেয়ার চেষ্টা করে আলোচনায় এসেছিল ‘মায়ের কান্না’।


সর্বশেষ - জাতীয় সংবাদ