1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ধামরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল মেছো বাঘের

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩

রাজধানীর ধামরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেছে একটি মেছো বাঘের। রোববার (১৫ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচার মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রতি বছর জিন্দাপীর কালু-গাজী দরগাহে বাঘ আসে। তখন হয় জনতার হাতে ধরা পড়ে নয়তো বিভিন্ন কারণে মারা যায় বাঘ। রোববার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচার মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হচ্ছিল বাঘটি। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি বাস বাঘটিকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন বাঘটি ছিটকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে উপস্থিত লোকজন বাঘটিকে উদ্ধার করে পাশে নিয়ে সেবা-যত্নের মাধ্যমে সুস্থ করার চেষ্টা করলেও বাঁচানো যায়নি।

বাঘটি মৃত্যুর আগে ফ্যালফ্যাল করে মানুষের দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি ফেলছিল। এ দৃশ্য দেখে উপস্থিত সবার চোখেও পানি ছল ছল করছিল।

মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তি বলেন, বাঘটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা, কিন্তু পারিনি। এ সময় আমরা ভুলেই গিয়েছিলাম যে, এটি বনের বাঘ ছিল।

ডা. দেওয়ান মোহাম্মদ রহমান সবুজ বলেন, প্রতি বছরই এখানে বাঘের আনাগোনা দেখা যায়। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাঘটিকে বাঁচাতে চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত বাঘটি মারা যায়। পরে এলাকাবাসী সিদ্ধান্ত নিয়ে বাঘটিকে মাটিচাপা দেয়।


সর্বশেষ - জাতীয় সংবাদ