1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় নিহত দুই

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

উত্তর জার্মানিতে একটি আঞ্চলিক ট্রেনে বুধবার (২৫ জানুয়ারি) ছুরি হামলায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। জার্মানির ফেডারেল পুলিশ ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, হামবুর্গ থেকে কিয়েল শহরে যাতায়াতকারী একটি ট্রেনে ছুরি হামলার এ ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীকে ব্রকসটেড শহরের রেলস্টেশনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অবশ্য প্রাথমিকভাবে এ হামলায় কতজন আহত হয়েছেন বা কতজনের অবস্থা গুরুতর, সে তথ্য জানা যায়নি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় পাঁচ জন আহত হয়েছেন।

আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী স্যাবাইন সোয়েতারলিন-ওয়াক বলেন, তিনি এ ঘটনায় মর্মাহত। তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, দেশটির ফেডারেল ও রাজ্য পুলিশ একত্রে হামলাকারীর উদ্দেশ্য বের করার চেষ্টা করছে।

জার্মানির জাতীয় রেল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের তদন্তের স্বার্থে হামবুর্গ থেকে কিয়েল যাতায়াতকারী কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

জার্মানি সম্প্রতি বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কয়েকটি ঘটনায় উগ্রপন্থী ও মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি জড়িত বলে দাবি করা হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ