1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ইরানে এবার সামরিক কারখানায় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

ইরানের ইফসান শহরে রবিবার (২৮ জানুয়ারি) একটি সামরিক কারখানায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ এর দিকে এ ঘটনা ঘটেছে।

ইসফান শহরের গভর্নর জান-নেসারি আধা-সরকারি ফার নিউজ এজেন্সিকে বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত সামরিক কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ছোট একটি ড্রোনের মাধ্যমে হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (ইরনা)। টুইটবার্তায় জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শিল্প কমপ্লেক্সে ছোট ড্রোনের মাধ্যমে হামলা ব্যর্থ হয়েছে।

গত (২৭ জানুয়ারি) ইরানের আজারবাইজান দূতাবাস হামলার শিকার হয়। হামলা প্রতিহত করতে গিয়ে দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দূতাবাসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং একজন আহত হন।

গত কয়েক মাস ধরে ইরান বেশ কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। এর মধ্যে গত বছরের ১৬ সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহাশা আমিনীর মৃত্যুর প্রতিবাদে ইরানে ব্যাপক আন্দোলন হয়। নিরাপত্তা বাহিনীর হামলায় ৩ শতাধিক মানুষ নিহত হয়।


সর্বশেষ - জাতীয় সংবাদ