1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮

মোঃ আবু সালেহ্ মুসা, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দু`জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে পরীক্ষা শুরুর আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন ও উত্তরপত্র আদান-প্রদানকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সাইদুর রহমান ও ইউনুস আলী। সাইদুর আল আরাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও ইউনুস জগন্নাথপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব গপেন কুমার মালাকার জানান, কেন্দ্রের বাইরে সকাল সাড়ে ৯টার দিকে ওই দু`জন গণিত বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র মোবাইল ফোনের মাধ্যমে আদান-প্রদান করছিলেন। এ সময় পীরগঞ্জ থানার এএসআই আলমগীর তাদের হাতেনাতে আটক করেন। কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, আটকদের মোবাইল ফোনে পাওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ