1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

জনগণের সবচেয়ে কাছের বাহিনী হচ্ছে পুলিশ

সুভাষ হিকমত : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে গত বছরের ১৯ মে থেকে দায়িত্ব পালন করছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম-সেবা। সিলেটে যোগদানের আগে মফিজ উদ্দিন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডিএমপির উপকমিশনার (ডিসি-লালবাগ), পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায়। এছাড়া মফিজ উদ্দিন আহম্মেদ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদান ও লাইবেরিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। সিলেট রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভাগের চার জেলা ও ৩৯ থানা নিয়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী তা জানতে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে তিনি একান্তে কথা বলেন  ইবার্তা২৪ডটকমের সাথে
ইবার্তা২৪ডটকম : নতুন বছরে সিলেট রেঞ্জের পুলিশ নিয়ে আপনার পরিকল্পনা কী?
মফিজ উদ্দিন আহম্মেদ : খুব বেশি পরিকল্পনা নেই। বিভিন্ন ইউনিটে শৃঙ্খলা নিশ্চিত করা এবং পুলিশের রুটিন কাজগুলোকে ঠিকমতো পরিচালনা করা। রেঞ্জের মোট ৩৯টি থানা ও চার জেলার রিজার্ভ পুলিশকে জনবান্ধব করে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখা। পুলিশকে মানুষের দোরগোড়ায় নিয়ে গিয়ে সেবা নিশ্চিত করা।
‘পুলিশ জনগণের বন্ধু’ এই আপ্তবাক্যকে শুধু কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করা। এটাই আপাতত নতুন বছরে আমার পরিকল্পনা। আমার চাওয়া হচ্ছে, পুলিশ সাধারণ জনগণের সেবক হিসেবে কাজ করবে। একই সঙ্গে অপরাধীদের যম হবে। অপরাধী যেই হোক পুলিশ তাকে আটক করে বিচারের মুখোমুখি করবে।
ইবার্তা২৪ডটকম : রেঞ্জের বেশকিছু পৌর শহরেও ইদানীং যানজট লেগে থাকতে দেখা যায়। সড়কে শৃঙ্খলা ফেরাতে আপনার কোনো উদ্যোগ আছে কি?
মফিজ উদ্দিন আহম্মেদ : দেখুন, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে আমি ডিসি (ট্রাফিক), যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও সর্বশেষ ট্রাফিকের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। রাজধানীর সড়কের শৃঙ্খলায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের ১৯টি পৌরশহর যানজটমুক্ত রাখতে; সড়ক ব্যবস্থাপনা, শহর ব্যবস্থাপনা, সড়কের নিরাপত্তা নিশ্চিত ও সড়ক নিরাপত্তা আইন-২০১৮ কার্যকর করে বাস-ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও পথচারীদের শৃঙ্খলা আনয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা ও কৌশল হাতে নেয়া হয়েছে। এর মাধ্যমে শহরগুলোকে যানজটমুক্ত রেখে মানুষের কর্মঘণ্টা বাঁচানো যাবে। একইসঙ্গে এর ফলে সড়ক দুর্ঘটনাও কমবে।
ইবার্তা২৪ডটকম : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী গণধর্ষণের পর অভিযুক্তরা পালিয়ে গেলেন। প্রথম ৩৮ ঘণ্টায়ও কেউ ধরা না পড়ায় মানুষের ভাবনা ছিল, সবাই মনে হয় পার পেয়ে যাবেন। পরে ঘটলো উল্টো। একে একে এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে চারজনকেই রেঞ্জ পুলিশ গ্রেফতার করে। শুরুতে আপনার একটি কৌশল নাকি খুব কার্যকর হয়েছে। কী সেটা, বলা যাবে?
মফিজ উদ্দিন আহম্মেদ : না, কৌশলটা গোপন কিছু না। বলতে পারেন তাৎক্ষণিক পদক্ষেপ। এমসি কলেজ ছাত্রাবাস সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অধীন। ঘটনাস্থল যেহেতু এসএমপির, তাই শুরুতে আমাদের কোনো কাজ ছিল না। কিন্তু সেখান থেকে সব অপরাধী পালিয়ে যান। পালিয়ে যাবেন তো রেঞ্জ পুলিশ এলাকা হয়েই। তাই সতর্ক করা হয় রেঞ্জ পুলিশকে। দেখলাম, তিনজন আসামির বাড়ি সীমান্ত এলাকায়। শুরুতে সীমান্তে নজরদারি বাড়ালাম। এরপর তাদের গ্রামের বাড়ির দিকে তিন স্তরের নজরদারি রাখা হয়। জনপ্রতিনিধিদেরও অংশগ্রহণ ছিল। সীমান্ত নজরদারিটাই কাজে দিয়েছে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী পাড়ি দিয়ে দোয়ারাবাজার যাওয়ার সময় গ্রেফতার হন প্রধান আসামি সাইফুর রহমান। এরপর চুনারুঘাট সীমান্ত এলাকা হয়ে যাওয়ার পথে আরও একজন গ্রেফতার হন। নবীগঞ্জ এলাকায় রাতে আরও একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া জৈন্তাপুর থেকেও একজনকে গ্রেফতার করা হয়। আসামি গ্রেফতার আমরা শুরু করেছি, শেষটা করলো র‌্যাব। আমাদের অভিযান জেলা পুলিশ ও গোয়েন্দাদের চৌকস কর্মকর্তাদের একটি দল নিয়ে, যারা প্রযুক্তিতে খুবই দক্ষ।
ইবার্তা২৪ডটকম : মহানগর থেকে পালিয়ে জেলা পুলিশ তথা সিলেট রেঞ্জ পুলিশের আওতাধীন বিভিন্ন জায়গায় গিয়ে ধরা পড়লেন আসামিরা। সমন্বিত অভিযানের চিন্তাটা কেমন করে এলো?
মফিজ উদ্দিন আহম্মেদ : ওই যে বললাম, এসএমপি এলাকায় অপরাধ ঘটিয়ে আমাদের ঘাড়ে এসে পড়লেন অপরাধীরা। আমাদের হাতে চারজন আর র‌্যাবের হাতে দুজন ধরা পড়লেন।
ইবার্তা২৪ডটকম : অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে অপকর্ম করেছেন। পালিয়েছেনও সংঘবদ্ধভাবে। ধরা পড়ার সময় দেখা গেল একেকজন একেক জায়গায়। কেউ পরিবারের কাছে বা এলাকায় যাননি। এ ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কী?
মফিজ উদ্দিন আহম্মেদ : অপরাধের ধরনের কারণে এমনটি হয়েছে। পরিবার আশ্রয় দেবে না ভেবে সেখানে যায়নি। এলাকার মানুষজনও ক্ষুব্ধ ছিল। দেখামাত্র ধরিয়ে দেয়ার প্রস্তুতিও দেখা গেছে। আমি মনে করি, এ ধরনের অপরাধ করলে অবস্থা কী হয়, এমন একটি সামাজিক বার্তা এ ঘটনার মধ্য দিয়ে পাওয়া গেছে।
ইবার্তা২৪ডটকম : একটি ভয়াবহ অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রথম পদক্ষেপ আসামি গ্রেফতার। সেটি সফলভাবে শেষ হলো। মানুষ খুশি। আপনি কী ভাবছেন?
মফিজ উদ্দিন আহম্মেদ : জনগণের সবচেয়ে কাছের বাহিনী হচ্ছে পুলিশ। মানুষের খুশিতে আমিও খুশি। পুলিশ প্রমাণ করল, অপরাধীরা যে পরিচয়েই অপরাধ করুক না কেন, ছাড় নেই। আমাদের প্রথম কাজটি শেষ, এখন বিচারপ্রক্রিয়ার দিকে কাজটি এগিয়ে নেবে নগর পুলিশ। দ্রুততার সঙ্গে বিচারপ্রক্রিয়া শেষ হবে, এটিই আশা করি।
ইবার্তা২৪ডটকম : সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ হত্যার পর প্রধান অভিযুক্ত মহানগর পুলিশের কাছ থেকে পালিয়ে গেলেও দেখা যায় সেই প্রধান অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকেও গ্রেফতার করে জেলা পুলিশ। এখানেও সফল সিলেট রেঞ্জ পুলিশ। সাধারণ মানুষের প্রশংসাও কুড়িয়েছেন, এ বিষয়ে কিছু বলবেন কি?
মফিজ উদ্দিন আহম্মেদ : এসএমপির লাইন থেকে এসআই আকবর পালিয়ে যাওয়ার পর আমি রেঞ্জ পুলিশকে সতর্ক করে তাকে গ্রেফতারে জেলা পুলিশকে নির্দেশনা দেই। পরে সীমান্ত দিয়ে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হয়। পুলিশ প্রমাণ করে দিয়েছে অপরাধীরা যেই হোক না কেন অপরাধ করলে কোনো ছাড় নেই।
ইবার্তা২৪ডটকম : সিলেটকে প্রকৃতিকন্যা আখ্যা দিয়ে সরকার এ অঞ্চলে পর্যটক বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে। পর্যটক বাড়ার পূর্বশর্ত হচ্ছে নিরাপত্তা। কিন্তু ইদানীং পর্যটন এলাকায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। এসব বন্ধে আপনার কোনো উদ্যোগ আছে কি?
মফিজ উদ্দিন আহম্মেদ : দেখুন, পর্যটন এলাকাগুলোর নিরাপত্তায় বিশেষায়িত পর্যটন পুলিশ রয়েছে। তারা পর্যটকদের নিরাপত্তায় কাজ করেন। এর বাইরেও রেঞ্জ পুলিশ পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও ভ্রমণকে নিরাপদ করতে কাজ করছে। আমরা পর্যটন পুলিশের সঙ্গে লিয়াজোঁ করে পর্যটকদের ভ্রমণকে আনন্দময় করতে কাজ করছি। কেউ অপরাধ করলে তাকে পুলিশ চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হচ্ছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হচ্ছে না।


সর্বশেষ - আন্তর্জাতিক সংবাদ