1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নিউজিল্যান্ডের ‘গ্রিন হাউজ’ মিরপুরে

খেলাধুলা ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

মরুভূমি কিংবা শীতপ্রধান তীব্র আবহাওয়ার দেশে কৃষিকাজের জন্য গ্রিন হাউজের ব্যবহার হয়ে আসছে বহু দিন ধরে। এটিকে সর্বপ্রথম ক্রিকেটে এনেছে নিউজিল্যান্ড। তাদের দেখাদেখি শুরু করেছে তাসমান প্রতিবেশি অস্ট্রেলিয়াও। এবার সেই ‘গ্রিন হাউজ’ বসতে চলেছে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে। তবে বাংলাদেশের কারণটা তীব্র আবহাওয়া হয় বরং বেরসিক বৃষ্টি।
বর্ষা মৌসুমে বাংলাদেশে বড় একটা সময় কেড়ে নেয় বৃষ্টি। বাদল দিনে পর্যাপ্ত অনুশীলনের ঘাটতিতে ক্রিকেটারদের পার করতে হয় অলস সময়। এই সমস্যার সংকট মেটাতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুব আনাম। সংস্থাটির প্রভাবশালী এই পরিচালক জানিয়েছেন, মিরপুরে বিসিবি একাডেমি মাঠের এক প্রান্তে ৩০ মিটার প্রশস্ত ও ৭৫ মিটার লম্বা গ্রিন হাউজ স্থাপনের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। আসছে বর্ষা মৌসুমের আগেই তা স্থাপন করা হবে।

বৃষ্টির সময় ছাদ-ঢাকা ও চারপাশে পর্দার ভেতর অনুশীলন করবেন ক্রিকেটাররা। গরমের দিনে এসব সরিয়ে খোলা আকাশের নিচে স্বাভাবিকভাবে চলবে প্রস্তুতি। গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এমনটাই জানান মাহবুব, ‘আমরা (বিসিবি) একাডেমিতে গ্রিন-হাউজ এফেক্টের যে অনুশীলন সুবিধা, যেটা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে আছে, সেরকম স্থাপন করতে যাচ্ছি। উত্তর-দক্ষিণ দিক মিলিয়ে আমরা ২০টি উইকেট এর মধ্যে আনব। এই ২০টি উইকেটে ভরা বর্ষায়ও স্বাভাবিকভাবে খেলা যাবে। এটি জুনের মধ্যেই স্থাপিত হয়ে যাবে।’

মিরপুরের হোম অব ক্রিকেটে আছে একটি ইনডোর। তবে মান্ধাতা আমলের সুযোগ সুবিধার কারণে এটি ব্যবহারে আগ্রহী হন না ক্রিকেটাররা। একটি আধুনিক ইনডোরের দাবিও অনেক দিনের। মাহবুব আনাম জানালেন তাদের এই গ্রিন হাউজ কাজ করবে অনেকটা ইনডোরের মতই, ‘এটি একপ্রকার ইনডোর সুবিধা বলা যায়। তবে বর্ষাহীন সময়ে পর্দা খুলে নেওয়া যাবে। আর বর্ষায় পর্দা টেনে অনুশীলন করা যাবে। বর্ষার সময় আমাদের ইনডোর ছাড়া আর খুব একটা অনুশীলনের জায়গা থাকে না। আগামী এক বছরের মধ্যে এটাকে একটা সুন্দর পরিকল্পনায় আনতে চাচ্ছি।’

পরিকল্পনা হয়ে গেলেও প্রস্তাবিত এই গ্রিন হাউজের এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। মাহবুব আনামের দেওয়া তথ্য অনুযায়ী, এখন তারা ক্রয় প্রক্রিয়ায় মধ্যে আছেন। তবে প্রভাবশালী এই বোর্ড পরিচালকের আশা মে মাসের আগেই কাজ সম্পন্ন করতে পারবেন তারা, ‘প্রয়োজনীয় জিনিসগুলো মার্চের শেষ দিক থেকে এপ্রিলের মধ্যে চলে আসবে। পরে স্থাপনের জন্য মে মাস… হয়তো জুনের মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারব। আশা করি এই বর্ষায় এটি ব্যবহার করা যাবে। ব্যবহার করলেই আমরা বুঝতে পারব কতটা উপকার পাওয়া যাচ্ছে।’

অনুশীলন সুবিধার এই উন্নয়নের জন্য সাড়ে তিন কোটি টাকার মতো লাগতে পারে বিসিবির, ‘বাজেটের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। কিছু জিনিস আছে এটার ক্রয় প্রক্রিয়া। তবে এটার জন্য সব মিলিয়ে ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকা লাগতে পারে। একটা ইনডোর বানাতে এখন ৫-৬ কোটি টাকাতেও হয় না। এটার সুফলটা হচ্ছে ঘোর বর্ষায়ও আমরা এটা ব্যবহার করতে পারব।’ অনুশীলনের সুযোগ-সুবিধা বাড়ানোর বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে পরীক্ষামূলক হিসেবে একাডেমিতে এই গ্রিন হাউজ বসানো হচ্ছে বলে জানালেন মাহবুব আনাম, সফল হলে এর ব্যাপ্তিও বাড়বে, ‘আমরা এটিকে পাইলট প্রজেক্ট হিসেবে নিচ্ছি। যদি এখানে সফল হই তাহলে অন্যান্য যে অনুশীলন সুবিধা তৈরি করছি, সেখানেও হয়তো ব্যবহার করতে পারব।’

 


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

খুলনায় ৭৫৪ কোটি টাকার ৩ প্রকল্প, বাড়বে অর্থনৈতিক সম্ভাবনা

কয়লা কেলেঙ্কারি: খনি কর্তৃপক্ষের সাবেক চার এমডি জড়িত

যারা খুনিদের আশ্রয় দেয় তারাই মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে : প্রধানমন্ত্রী

ক্ষমতাহীন খালেদার ব্যয়বহুল চিকিৎসা ও ক্ষমতাধর খালেদার অতীত

উপকুলীয় ৯ জেলায় সাইক্লোন শেল্টার নির্মাণ চলমান

মজুতকৃত প্রায় ২ লাখ লিটার তেল আটক করে ন্যায্যমূল্যে বিক্রি

“রপ্তানির আকর্ষণীয় গন্তব্য হিসেবে দেশকে গড়ে তোলা হয়েছে”

তারেক রহমানের এপিএসসহ ৭ জনের চার্জ শুনানির ১২ ডিসেম্বর

বগুড়ায় ড্রাগন চাষে সফলতা, মাসে আয় ৬০ হাজার টাকা

ফাঁকা নাগরিক সনদপত্রে আর স্বাক্ষর নয় : স্থানীয় সরকার বিভাগ