1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

৩০ জুনের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়িত হবে

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৭ মার্চ, ২০১৮

দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল শুরু হয়েছে। ৩০ জুনের মধ্যে বাংলাদেশের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান দিনাজপুর শহরের উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ মিড ডে মিল ঘোষণা এবং মান সম্মত প্রাইমারী শিক্ষা নিশ্চিতকরণে সরকারের কার্যকর ও সফল উদ্যোগের কথা উল্লেখ করে এ কথা বলেন।
প্রতিমাসে ৩০ টাকা দিয়ে সন্তানদের একটি করে খাতা কিনে দেয়ার জন্য মা’দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মা’দের মমতা আর ভালোবাসায় ভর করে শিশুরা তাদের পড়াশুনা ও মননশীলতার ভিত্তিকে মজবুত করবে। সন্তানের প্রতি মায়ের যে মমতা ও ভালোবাসা তা কোনভাবেই কৃত্রিম হতে পারে না। সন্তানের বুদ্ধি বিকাশ ও ভালমানুষ হিসেবে গড়ে তোলার প্রধান কারিগর হচ্ছেন মা। আর শিক্ষকেরা ছাত্রদের মায়া মমতা দিয়ে আনন্দের মাধ্যমে পাঠদান করে শিক্ষিত করে তুলবেন।
মন্ত্রী আদর্শিক বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মান সম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করা সম্ভব।


সর্বশেষ - জাতীয় সংবাদ