1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

অভাবনীয় উন্নয়ন বার্তা নিয়ে দীর্ঘ ১৭ বছর পর ঠাকুরগাঁও-এ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

মোঃ আবু সালেহ্ মুসা, ঠাকুরগাঁও প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর উত্তরবঙ্গের জেলা ঠাকুরগাঁও সফরে আজ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ (বড়মাঠ) জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।
আজ বৃহস্পতিবার জনসভাস্থলেই বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে জেলাবাসীর জন্য বিপুল সম্ভাবনার বার্তা নিয়ে এসেছেন।
প্রধানমন্ত্রীর সফর থেকে যে উন্নয়ন প্রকল্পগুলো নতুন গতি পাচ্ছে তার মধ্যে রয়েছে-
ঠাকুরগাঁও স্টেশন সড়কের (আর-৫৮৭) ঠাকুরগাঁও চৌরাস্তা হতে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত ৪.১৭ কি.মি. সড়ক চার লেনে উন্নীতকরণ;
ঠাকুরগাঁও সদর উপজেলাধীন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ;
বালিয়াডাঙ্গী উপজেলাধীন বালিয়াডাঙ্গী লাহিড়ী রাস্তায় ৯০৫ মি. চেইনেজে তীরনই নদীর ওপর ৬৯.০৫ মি. দীর্ঘ আরসিসি ব্রিজ;
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ;
ঠাকুরগাঁও জেলার পিটিআই ভবন সম্প্রসারণ;
বালিয়াডাঙ্গী উপজেলাধীন নোহানা খাল গোয়ালকারী কামিজপাড়া বড়বাড়ি পশ্চিম রাস্তায় ৫৪০ মি. চেই: ৪৮.০০ মি. দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ;
বালিয়াডাঙ্গী উপজেলাধীন সিংগাখাল চারোল ইউপি অফিস (লাহিড়ী জিসি) দোগাছিহাট ভায়া পাতিলাভাষা রাস্তায় ৭০০ মি. চেই: ২৭.০০ মি. দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ;
রাণীশংকৈল উপজেলাধীন ভরনিয়াহাট-বনগাঁও ভায়া বিনদালবাড়ী ঘাট রাস্তায় ১৩৫০ মি. চেই: ৬০.০০ মি. দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ;
সদর উপজেলাধীন পারপুগী আরএইচডি নেকমরদ জিসি রাস্তা চিই: ১০০০-৪২১০ মি. উন্নয়ন;
রাণীশংকৈল উপজেলায় তীরনই নদীর ওপর জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় কাশিপুর সমন্বিত পানি নিয়ন্ত্রণ কাঠামো নির্মাণ; `
১.০৫ লাখ মে. টন ধারণক্ষমতা সম্পন্ন নতুন গুদাম নির্মাণ প্রকল্প
১নং ভোমরাদহ (রেলওয়ে স্টেশন সংলগ্ন) শিবগঞ্জ ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন;
আবুল হোসেন সরকার কলেজের চারতলা একাডেমিক ভবন;
চন্দোরিয়া ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন;
রাণীশংকৈল ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন;
হরিপুর মহিলা কলেজের চারতলা একাডেমিক ভবন;
ডি. এন ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন;
আব্দুর রশিদ ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন;
রুহিয়া ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন;
সালনন্দর ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন;
বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর;
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (বিউবো),
ঠাকুরগাঁও সদর আধুনিক সদর হাসপাতাল ১০০ শয্যা হতে ২৫০ শয্যায় উন্নীতকরণ;
রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন;
হরিপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন;
ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া থানা ভবন;
ঠাকুরগাঁও সদর পুলিশ ফাঁড়ি ভবন;
ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশ ফাঁড়ি ভবন;
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাস্থ দুওসুও গুচ্ছগ্রাম;
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাস্থ হলদিবাড়ী গুচ্ছগ্রাম;
রাণীশংকৈল উপজেলার রাউৎনগর (সম্প্রসারণ) গুচ্ছগ্রাম;
রাণীশংকৈল উপজেলার রন্ধনদীঘি গুচ্চগ্রাম;
বিদ্যুৎবিহীন গ্রামে সৌরবিদ্যুতের সাহায্যে আলোকিত গ্রাম,
ইউনিয়ন-ঢোলারহাট, ঠাকুরগাঁও সদর।


সর্বশেষ - জাতীয় সংবাদ