1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

দীর্ঘদিন পর গণভবনের বাইরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সুভাষ হিকমত : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৭ মার্চ, ২০২১

‘আমি তো একরকম বন্দি জীবনযাপন করছি। বের হতে পারি না। আমি বের হওয়ার সঙ্গে প্রায় ১ হাজার লোকের সম্পৃক্ততার ব্যাপার। আমার জন্য এতো লোক করোনার ঝুঁকিতে পড়বে, এটা হতে পারে না। এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমি শারীরিকভাবে উপস্থিত হতে পারলাম না। আমি দুঃখ প্রকাশ করছি।’
সম্প্রতি একাধিক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ অনুভূতি ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজের শিক্ষক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের হাতে পদক তুলে দিতে না পেরে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘সরি স্যার। আমাকে ক্ষমা করবেন।’

করোনার কারণে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে না পেরে আক্ষেপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই প্রথম ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২১’ এবং ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক-২০২১’ দেয়া হলো। আমার দুঃখ এখানেই থেকে গেল, আমি নিজে উপস্থিত থাকতে পারলাম না। বিশেষ করে আমার শ্রদ্ধেয় শিক্ষক রফিকুল ইসলাম স্যারের হাতে পদক তুলে দেয়া, এটা আমার জন্য কত সম্মানের এবং গৌরবের! কিন্তু আমার দুঃখ এখানে, পুরস্কার নিজের হাতে দিতে পারলাম না। স্যার আপনি আমাকে ক্ষমা করবেন।’
সেদিন তিনি বলেন, ‘আসলে প্রধানমন্ত্রী হলে সব স্বাধীনতা থাকে না। অনেকটা বন্দি জীবনযাপন করতে হয়। সেরকমই আছি। কারণ আমি এক জায়গায় যেতে গেলে আমার সঙ্গে বহু লোক, নিরাপত্তার লোক, অমুক লোক, তমুক লোক, প্রায় হাজার খানেক লোককে রাস্তায় দাঁড় করায়ে নানাভাবে তাদেরকে কাজে লাগায়। তাদের কথা চিন্তা করেই কিন্তু আমি যেতে পারিনি।’
 
তবে রোববার সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক ৭ মার্চের ৫০ বছর উপলক্ষে সশরীরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। এ সময় স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা ।
এ সময় জাতির পিতার আরেক কন্যা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় সংসদের অধিবেশন ও ১৫ আগস্টে শ্রদ্ধা নিবেদন ছাড়া উল্লেখযোগ্য কোনো অনুষ্ঠানে সশরীরে অংশ নেননি প্রধানমন্ত্রী। সব অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে ও ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে সশরীরে অংশ নেননি। তার পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

অসম্প্রদায়িক বাংলাদেশ : হিন্দু বাড়ীতে লাগা আগুন নেভালেন মাদ্রাসার ছাত্ররা

রিয়ালকে বাদ দেয়ার গুঞ্জন হাস্যকর বিতর্ক : জিদান

রংপুরে চালু হলো ডিজিটাল ট্রাফিক সিগন্যাল

আরও শক্তিশালী হয়ে ফিরছে পরিবেশবান্ধব জোবাইক

চট্টগ্রামে রূপবান শিমের বাম্পার ফলন, ৮ লাখ টাকা বিক্রি

বঙ্গবন্ধুর ঐন্দ্রজালিক নেতৃত্বের জন্যে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

১৪ বছরের উন্নয়নে দেশের সেরা নগরীর রূপে রাজশাহী

নিজ স্ত্রীর নাম ব্যবহার করে বন্ধুর স্ত্রীকে নিয়ে হোটেলে ওঠে হেফাজত নেতা মামুনুল

শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু নভোথিয়েটারে মাসজুড়ে বিনামূল্যে প্রদর্শনী

শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু নভোথিয়েটারে মাসজুড়ে বিনামূল্যে প্রদর্শনী

একগাছে ৪০ রকমের ফল!