সিরাজগঞ্জের কামারখন্দে বলসুন্দরী বরই চাষে প্রথম বছরেই সফলতা পেয়েছেন হামিদুল ইসলাম নামে এক কৃষক। তার বাড়ি উপজেলার ঝাঐল ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে। জানা যায়, প্রায় বছর খানেক আগে নাটোরের বনপাড়া থেকে ২৯০টি বলসুন্দরী বরইয়ের চারা কিনে তার ৫৬ শতাংশ জমিতে রোপণ করেন হামিদুল।
রোপণের ৮ মাসের মধ্যেই গাছে ফল আসা শুরু হয়। দেড় মাস ধরে বরই বিক্রি করছেন তিনি। কৃষক হামিদুল ইসলাম বলেন, বলসুন্দরী বরইয়ের বাগান করতে আমার সব মিলিয়ে খরচ হয়েছে ৬০ হাজার টাকা। দেড় মাসে ১০০ মণ বরই প্রায় দুই লাখ টাকায় বিক্রি করেছি। আমার বাগানে এখনও কমপক্ষে ১০০ মণ বরই আছে যা বর্তমান বাজারদর হিসেবে আরও দুই লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবো। প্রতি মণ বরই ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি তবে বর্তমানে বরইয়ের বাজারদর কিছুটা কম।
অন্যান্য ফসল আবাদের চেয়ে বরই চাষে বহুগুণ লাভ হওয়ায় উপজেলা কৃষি অফিসের সঠিক পরামর্শে প্রথম বছরের মত বরই চাষ করে ব্যাপক সফলতা পেয়েছি। এবছর বরই বিক্রি করে খরচের প্রায় সাতগুণ লাভ করতে পারবো।
উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, হামিদুলের বাগানের বরইয়ে ফুল আসার পরপরই ফুল ঝরে যাচ্ছিলো। পরে কৃষি অফিসের পরামর্শ নিয়ে বরইয়ের চাষ করায় খুব অল্প সময়ে সফলতা পেয়েছেন কৃষক হামিদুল। বেকার যুবকরা নিজের জমি অথবা জমি লিজ নিয়ে উন্নত জাতের বিভিন্ন বড়ই চাষ করে বেকারত্ব দূর করতে পারেন।