1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার বাম্পার ফলন

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২৫ মার্চ, ২০২৩

আবহাওয়া অনুকূলে থাকায় আর সঠিক পরিচর্যার কারণে মানিকগঞ্জে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে ভুট্টার আবাদও বেশি হয়েছে এই জেলায়। অল্প কিছুদিনের মধ্যে উৎপাদিত এসব ভুট্টা বাজারে বিক্রি শুরু হবে। চলতি বছর বাজার দর ভালো হওয়ার আশায় বুক বেঁধেছেন কৃষকরা।

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, চলতি মৌসুমে জেলায় ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ১৬ হাজার হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ হয়েছে ১৭ হাজার ২০ হেক্টর জমিতে। ভুট্টা চাষ লাভজনক হওয়ায় লক্ষমাত্রার চেয়ে ১ হাজার ২০ হেক্টর বেশি জমিতে এ মৌসুমে ফসলটির বেশি আবাদ হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সাতটি উপজেলাতেই ভুট্টার চাষ হয়েছে। এক বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয়েছে ৬ থেকে ৭ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে চলতি মৌসুমে ৩৫ থেকে ৪০ মণ ভুট্টা উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজারদর ভালো থাকলে উৎপাদন খরচের তিনগুণ লাভের আশা করছেন কৃষকরা।

সদর উপজেলার গড়পাড়া এলাকার সমসের মোল্লা নামের এক কৃষক বলেন, ‘আমি পাঁচ বিঘা জমিতে এ বছর ভুট্টার আবাদ করেছি। ফলনও আশানুরূপ হয়েছে। প্রতি বিঘা জমিতে সাত হাজার টাকা খরচ হয়েছে। ভুট্টা কয়েকদিন পর থেকেই বাজারে বিক্রির উপয়োগী হয়ে যাবে। বাজার দর ভালো হলে তিনগুণ লাভ হবে।’

সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকার কৃষক রিপন মিয়া বলেন, ‘আমি আগে অন্য ফসল আবাদ করেছি। খরচ উঠলেও লাভ তেমন হয় না। পরে অনেক ভেবে চিন্তে ভুট্টার আবাদ করেছি। আমাদের এই অঞ্চলের বেশিরভাগ চাষি ভুট্টার আবাদ করেছেন।’

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. এনায়েত উল্লাহ বলেন, চলতি মৌসুমে জেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে আবাদি জমি’র পরিমাণ বেশি। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা চাষিদের সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ভুট্টার বাজার দর এখন ভালো। দাম পেলে চাষিরা খরচ বাদেও কয়েক গুণ লাভ করতে পারবেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

বাংলাদেশের রাজনীতিতে রাশিয়া-যুক্তরাষ্ট্রের কূটনীতি

বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র উপভোগ করছে : শেখ হাসিনা 

বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবি অসুস্থ প্রবণতারই বহিঃপ্রকাশ

কক্সবাজারের সুপারি রফতানি হচ্ছে ইংল্যান্ড, কানাডা, সৌদি আরব সহ বিভিন্ন দেশে

নিউইয়র্কের টাইমস স্কোয়ার এবং পাতাল রেলে আক্রমণ পরিকল্পনা ব্যর্থ

নিউইয়র্কের টাইমস স্কোয়ার এবং পাতাল রেলে আক্রমণ পরিকল্পনা ব্যর্থ

নুরুল হকের বিরুদ্ধে মামলার আবেদন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী ১৮৯৬

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আটক ১ 

রফতানির নতুন বাজার খুঁজতে কূটনীতিকদের প্রধানমন্ত্রীর নির্দেশ

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে স্থানীয় যুবক ও মিয়ানমারের রোহিঙ্গা তরুণীদের মধ্যে বিয়ের হার অনেক বেড়ে গেছে। এর আগে উচ্চ আদালত থেকে রোহিঙ্গা বিয়ে করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এ অবস্থায় বিভাগের চার জেলায় বিয়ে নিবন্ধনের বিষয়ে কাজিদের প্রতি বিশেষ নির্দেশ জারি করেছে সরকার। তবে মাঠ পর্যায়ে কাজীদের মধ্যে এই প্রজ্ঞাপন এখনো পৌঁছায়নি।