1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিদেশি মদ ও চোরাই পণ্যসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

রাজধানীর উত্তরা থেকে বিদেশি মদ ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালসহ দুই মাদক কারবারি ও চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় মাদক ও চোরাই মাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১ এর একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তরা পূর্ব থানার কসাইবাড়ী রেলগেট সংলগ্ন এবিপিএন এর গেটের সামনে মাদকের চালান আসছে। ওই খবরে সেখানে অভিযান পরিচালনা করে সুজন মিয়া (৩২) ও আরিয়ান ওরফে হৃদয় (১৯) নামে দুজনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৫টি লেহেঙ্গা, ৪১টি থ্রিপিস, ৩৭টি শাড়ি, ৭টি গেঞ্জি, ৫টি বেবি সেট, ৪১২ কেজি বিভিন্ন ধরনের ইমিটেশন, একটি কাভার্ডভ্যান, ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


সর্বশেষ - জাতীয় সংবাদ