1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

দরিদ্রদের ৮ হাজার কেজি ইলিশ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

পদ্মা সেতু হয়ে ট্রাকে করে ঢাকা নেওয়ার সময় সাত হাজার ৮০০ কেজি জাটকা ইলিশসহ একটি ট্রাক জব্দ করেছে কোস্টগার্ড। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ এ তথ্য নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মার একটি দল শরীয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার ভোরে এসব জাটকা জব্দ করে। এ সময় জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও গরিব-দুস্থদের মধ্যে বণ্টন করা হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত