1. alamin@ebarta24.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. online@ebarta24.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  3. reporter@ebarta24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  4. news@ebarta24.com : নিউজ এডিটর : নিউজ এডিটর
অং সান সু কী'র মত খালেদা জিয়াও ‘মাদার অব ডেমোক্রেসি’ হবেন : আমীর খসরু - ebarta24.com
  1. alamin@ebarta24.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. online@ebarta24.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  3. reporter@ebarta24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  4. news@ebarta24.com : নিউজ এডিটর : নিউজ এডিটর
অং সান সু কী'র মত খালেদা জিয়াও ‘মাদার অব ডেমোক্রেসি’ হবেন : আমীর খসরু - ebarta24.com
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন

অং সান সু কী’র মত খালেদা জিয়াও ‘মাদার অব ডেমোক্রেসি’ হবেন : আমীর খসরু

সম্পাদনা:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

অনলাইন ডেস্ক: এবার মায়ানমারের কুখ্যাত হিসেবে পরিচিতি পাওয়া অং সান সু কীর সঙ্গে খালেদা জিয়ার তুলনা করেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্রের জন্য ও বার্মার জনগণের জন্য বিশ্বে অং সান সু কী যেমন পরিচিতি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও তেমনি বিশ্বে ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পাবেন।
সোমবার (০২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জেল খাটছেন। বাড়ি হারাতে হয়েছে, আদরের ছেলেকে হারিয়েছেন এই গণতন্ত্রের জন্য। অং সান সু কী এবং ম্যান্ডেলাও জেল খেটেছেন। আগামীতে উনি বিশ্বনেতা হবেন। বিশ্ববাসীর কাছে গণতন্ত্রের মাতা হিসেবে পরিচিত হবেন। আজ যারা তাকে কারাগারে রেখেছেন তারা বুঝতে পারছেন না কাকে আটকে রেখেছেন।’
তিনি বলেন, ‘আপনি দুর্নীতি করতে চাইলেই তা করতে পারবেন না। আওয়ামী লীগ দুর্নীতিকেও একদলীয় করে ফেলেছে। এখন দুর্নীতিও একদলীয়ভাবে চলছে। তাদের বাইরে কারো দুর্নীতি করার কোনো সুযোগ নেই। আপনি দুর্নীতি করতে চাইলে তাদের সঙ্গে থাকতে হবে।’
আওয়ামী লীগের উদ্দেশে আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেন, ‘বিএনপিকে দুর্নীতির জন্য স্বীকৃতি পাওয়ার কথা বলেন আর এখন আপনারা পেয়েছেন স্বৈরাতন্ত্রের স্বীকৃতি। ইতোমধ্যে মানুষের কাছে সে স্বীকৃতি পেয়ে গেছে।’
সভায় আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রফিক শিকদার, আব্দুস সালাম আজাদ, নিপুন রায় চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
ebarta24.com © All rights reserved. 2021