1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বক্স খাটের ভিতর থেকে টিসিবির ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার; আটক-০২ জন

ইবার্তা টুয়েন্টিফোর ডটকম : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

বক্স খাটের ভিতরে রক্ষিত অবস্থায় টিসিবির জন্য বরাদ্দকৃত বসুন্ধরা ব্যান্ডের ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
গতকাল (১৫ এপ্রিল) রাত ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল আলীম মাহমুদের নির্দেশে ১৭ নং ওয়ার্ডের মধ্যপার্বতীপুর এলাকার ২২ নং বাড়ী থেকে টিসিবি পণ্য হিসেবে সরকারের ক্রয়কৃত বসুন্ধরা ব্র্যান্ডের ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১,২৩,৮০০/- টাকা।
এ সময় বাড়ির মালিক মোঃ হানিফ মিয়া ও একই এলাকার মোঃ লাল মিয়াকে গ্রেফতার করা হয়।
আসামীগণ অবৈধভাবে লাভের উদ্দেশ্যে কালোবাজারী করে বিক্রয়ের জন্য উদ্ধারকৃত সয়াবিন তেল মজুদ করে। আসামীদের বিরুদ্ধে মামলা সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, সম্প্রতি করোনা ভাইরাসে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার প্রদত্ত টিসিবি পণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য বলা হলেও কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে লাভের উদ্দেশ্যে মজুদ করেছে বলে জানা যায়। মজুদকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা শাখার (ডিবি) অভিযান চলমান রয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ