1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কুর্মিটোলায় করোনা রোগীর চাপ কমেছে, বেড়েছে টিকাগ্রহীতা

অশোক আখন্দ : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ২১ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় সারাদেশে চলছে কঠোর লকডাউন। রাজধানীর হাসপাতালগুলো কানায় কানায় পরিপূর্ণ। তবে চলতি সপ্তাহ শেষে কুর্মিটোলায় কমে এসেছে করোনা রোগীর সংখ্যা।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে কুর্মিটোলা হাসপাতালে এসে দেখা গেছে, হাসপাতালের কোভিড ইউনিটে রোগীর চাপ কম। গত ২৪ ঘণ্টায় ২১ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন রোগী।

রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা রোগীর চিকিৎসায় হাসপাতালটি খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। শিকড় পরিবহনের মালেক উদ্দিনের ষাটোর্ধ মা তিন দিন ধরে আইসিইউতে করোনার চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, একটি প্রাইভেট হাসপাতাল দুই লাখ টাকা চেয়েছিল, তাই এখানে আসলাম। এখানে ওষুধসহ প্রতিদিন এক দেড় হাজার টাকা খরচ হচ্ছে। রোগী এখন একটু ভালোর দিকে।
৫০০ শয্যার হাসপাতালটিতে ২৫০টি শয্যা করোনা রোগীদের জন্য থাকলেও বর্তমানে হাসপাতালটিতে ৩৩৪ জন করোনা রোগী ভর্তি আছেন। এছাড়া ১০টি আইসিইউয়ের মধ্যে একটিও ফাঁকা নেই।
jagonews24
হাসপাতালের দায়িত্বরত একজন চিকিৎসক জানান, দুই সপ্তাহ আগে প্রতিদিন ৩৫০-৪০০ রোগী ভর্তি হলেও চলতি সপ্তাহে রোগীর সংখ্যা কমতে শুরু করছে। এখন ২০-২৫ জন রোগী ভর্তি হচ্ছেন প্রতিদিন।

এদিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণে সকাল থেকেই হাসপাতালটিতে ছিল ভিড়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় এক হাজার জনকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, টিকাগ্রহীতাদের কাগজপত্র ঠিক করে সিরিয়ালে বসাচ্ছেন রেড ক্রিসেন্টের কয়েকজন স্বেচ্ছাসেবক।
সেখানে দায়িত্বরত স্বেচ্ছাসেবক শাওন জানান, গত বৃহস্পতিবারের পর আজ ও গতকাল দুই দিন টিকাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ