1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

দেশব্যাপী কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে কৃষকলীগ

কমলিকা হাসান : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

দেশে করোনাভাইরাসের সংক্রমণ চলাকালে গত বছরের মতো এবারও কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে ছাত্রলীগ-যুবলীগ-কৃষকলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৯ এপ্রিল কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ নির্দেশনা দেন।
দলীয় প্রধানের নির্দেশনার পরপরই বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি দেশব্যাপী কৃষকলীগের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদেরকে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে আহ্বান জানান।
 
কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষকের পাশে দাঁড়িয়েছেন জেলা কৃষকলীগের নেতা-কর্মীরা। শনিবার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মানিকবন এলাকায় কৃষক সাফায়াত মিয়ার ৮০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা।
এতে জেলা কৃষকলীগের সাথে করিমগঞ্জ উপজেলা ও সুতারপাড়া ইউনিয়ন কৃষকলীগের ৫০-৬০ জন নেতাকর্মী অংশ নেন।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু বলেন, করোনা মহামারিতে কৃষকরা যখন তাদের পাকাধান কাটা নিয়ে শঙ্কায় আছেন, তখন তাদের পাশে দাঁড়িয়েছে কৃষকলীগ। আমরা কৃষক সাফায়াত মিয়ার ৮০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি। এতে তার মুখে স্বস্তির হাসি দেখে সত্যিই আমাদের ভালো লেগেছে।
কৃষক সাফায়াত মিয়া বলেন, দুঃসময়ে কৃষকলীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দেয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে ধান কাটায় অংশ নেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সদস্য মোস্তাফিজুর রহমান কাঞ্চন, সুতারপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক তৌফিক সরকার প্রমুখ।
 
হবিগঞ্জের জেলা কৃষকলীগের ধান কাটা উৎসব শুরু হয়েছে। রবিবার সকালে বানিয়াচং উপজেলার কালারডুবা বড় হাফরার হাওরে ধান কাটার উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র।
এ সময় কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, যুগ্ম সাধারণ শামীমা শাহরিয়ার এমপি, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে কৃষকলীগের শতশত নেতৃবৃন্দ স্থানীয় কৃষক আবিদ মিয়া জমির ধান কেটে দেন।
 
এ সময় কৃষকলীগের কেন্দ্রীয় সভা সমীর চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ধান কাটা কর্মসূচি আজ কৃষকলীগ উৎসবে পরিণত করেছে। বাংলাদেশ কৃষকলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কাটছে, সেই ধান মাড়াই ঝাড়াই শেষে মাথায় করে কৃষকের গোলায় তুলে দিচ্ছে।
এ সময় কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, সারাদেশে কৃষকলীগের নেতৃবৃন্দ উৎসাহের মধ্য দিয়ে কৃষকদের ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছে। ইনশাল্লাহ কৃষককলীগের এই ধান কাটা কর্মসূচি পুরো মৌসুম জুড়ে অব্যাহত থাকবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ