লাইসেন্স না নিয়ে ঘি-মধু ও সরিষার তেলের মতো পণ্য বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
প্রতিষ্ঠানটির নাম আবির ফুডস। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স ও মোড়কে প্রয়োজনীয় তথ্য ছাড়া ঘি, আচার, মধু ও সরিষার তেল বিক্রি করছিলো।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।