1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

‘অটোটিউন আছে লতা মঙ্গেশকরের গানেও’ 

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ‘বিল্লি বিল্লি’ গানটি এখন ট্রেন্ডিংয়ে। এটি গেয়েছেন ও সুর করেছেন পাঞ্জাবি গায়ক সুখবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে গানে অটোটিউনের ব্যবহার নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।

তার কথায়, ‘আজকের দিনে মিউজিক ইন্ডাস্ট্রিতে অটোটিউনের ব্যবহার খুব স্বাভাবিক। টেকনোলজিকে আপনি কেমনভাবে ব্যবহার করবেন সেটা আপনার ওপর নির্ভরশীল। অটোটিউনে সুরে অদলবদল করে এবং এমন স্থানে আপনার কণ্ঠকে বসিয়ে দেয় যাতে সেটা শুনতে আরও শ্রুতিমধুর লাগে। সকলে অটোটিউন ব্যবহার করে, এমনকি লতা মঙ্গেশকরের গানেও অটোটিউন ব্যবহৃত হতো।’

এই গায়ক জানান, যখন থেকে এর ব্যবহার শুরু হয়েছে, এটা গানের পিচ সঠিক করতে ব্যবহার হয়। এতে গানটা শুনতে ভালো লাগে। অপর দিকে অটোটিউনের অত্যধিক ব্যবহার করলে সেটা শুনতে খুব ডিডিটাল এবং ইলেকট্রনিক শোনায়, তখন লোকে বলে এটা অটোটিউন করা।

সুখবীর বলেন, ‘আমিও অটোটিউন ব্যবহার করি যখন হারমোনি রেকর্ড করা হয়, এতে সুর সঠিক জায়গায় বসে যায়। এটা একটা এডিটিংয়ের যন্ত্র। কিন্তু হ্যাঁ, এর অপব্যবহারও করা যায়।’

মাঝখানে দীর্ঘ দিন বলিউড মিউজিক ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন সুখবীর। এর কারণ হিসেবে তিনি তার ‘নাচদি’ গানের ব্যর্থতাকে দুষলেন। তার ভাষায়, “আমি এই গানে সবটা উজাড় করে দিয়েছিলাম, টাকা লাগিয়েছিলাম। নিজে মার্কেটিংও করেছিলাম। তা সত্ত্বেও ‘নাচদি’ চলল না। আমি কপিল শর্মার শোতে গিয়ে প্রচার করেছিলাম, নিজের সব কানেকশন ব্যবহার করেছিলাম। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি।”

‘বিল্লি বিল্লি’ গান প্রসঙ্গে এই গায়ক জানান, তিনটি গানের মিশেলে গানটি তৈরি করেছেন তিনি। কেননা, আরও দুটি গান সালমানের পছন্দ হয়েছিল কিন্তু জায়গা না থাকায় একটিতেই তিনটির সুর সংযুক্ত করে দেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ