1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মজুতকৃত ৪২০ লিটার তেল ন্যায্যমূল্যে বিক্রি

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২ মে, ২০২২

ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্য তেলের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২ মে) দুপুরে শহরের জগতবাজার, আনন্দবাজার ও সড়কবাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে জগতবাজার ও আনন্দবাজারের দুটি দোকানের গোডাউনে মজুত করা ৪২০ লিটার তেল দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে সেই তেল ন্যায্যমূল্যে বাজারে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রির নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের জানান, যেসব ডিলার ও দোকানিরা গোডাউনে তেল মজুত করে রেখেছেন- সেগুলো খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ - আন্তর্জাতিক সংবাদ