1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

‘মুজিব’ সিনেমার ২য় পোস্টার প্রকাশ

বিনোদন ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা মুজিব-একটি জাতির রূপকার- এর দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল।

ঈদ উপলক্ষে ৩ মে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে টুইটারে। এতে দেখা যায়, সাদা পাঞ্জাবি-কালো কোটে সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সময় জনতার উদ্দেশে হাত উঁচিয়ে রয়েছেন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক আরিফিন শুভ।

বাংলা ও ইংরেজিতে বর্ণিত পোস্টারটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঈদ উপলক্ষে শ্যাম বেনেগাল পরিচালিত আসন্ন বায়োপিক ফিচার ফিল্ম মুজিব-দ্য মেকিং অফ এ নেশন-এর দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হচ্ছে।’

সঙ্গে পোস্টারেই জানিয়ে দেয়া হয় চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে সিনেমাটি।

এর আগে ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে উন্মোচন করা হয় বঙ্গবন্ধু বায়োপিকের প্রথম পোস্টার।

জাতির জনকের ১০০তম জন্মদিন উদযাপন আয়োজনের অংশ হিসেবে ২০২০ সাল থেকে সিনেমাটি নির্মাণ শুরু হয়। মুজিববর্ষের সিনেমাটি মুক্তি দেয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে সিনেমাটির কাজ শেষ হতে দেরি হয়।

আরিফিন শুভ ছাড়া এতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, খায়রুল আলম সবুজ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, রিয়াজ, রাইসুল ইসলাম আসাদ, জায়েদ খান, দীঘিসহ অনেকে।


সর্বশেষ - জাতীয় সংবাদ