1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

চাঁদপুরে শতকোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আধুনিক নৌ-বন্দর

চাঁদপুর জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২৭ মে, ২০২৩

বিশ্ব ব্যাংকের সহযোগিতায় চাঁদপুরে আধুনিক নৌ-বন্দর নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিসির চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

শুক্রবার দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডের অস্থায়ী বিকল্প লঞ্চঘাটে নৌ-বন্দরের প্রস্তাবিত ভবন নির্মাণের স্থান পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামডোর আরিফ বলেন, ১০০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুরে ৩০০ ফুট দৈর্ঘ্যের আধুনিক নৌ-বন্দর নির্মাণ করা হবে। বর্তমানে ঢাকা-চাঁদপুর নৌপথ ব্যবস্থাপনা অনেক ভালো। খুব অল্প সময়ের মধ্যেই আসা-যাওয়া করা যায়। এই নৌপথের যাত্রা অনেক নিরাপদ ও সাশ্রয়ী।

তিনি বলেন, “দেশে এখন সদরঘাটের (ঢাকা) পরে যাত্রী সংখ্যা বিবেচনায় চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ বন্দর। দীর্ঘদিন ধরে এ বন্দরের কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার এ বন্দরকে উন্নয়ন করতে যথেষ্ট উৎসাহী। চাঁদপুরবাসীর দিকে তাকিয়েই বিশ্ব ব্যাংকের সহায়তায় একটি আধুনিক নৌ-বন্দর নির্মাণ করা হচ্ছে।

তিনি দ্রুত নির্মাণ কাজ শুরুর প্রতিশ্রুতিও দেন।

জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন, বিআইডব্লিউটিসি হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী, চাঁদপুর পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের শরীয়তপুর অংশের আলু বাজার ও চাঁদপুর অংশের হরিণাঘাট পরিদর্শন করেন নৌপরিবহন চেয়ারম্যান।


সর্বশেষ - জাতীয় সংবাদ