1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

প্রথমবারের মতো আম পরিবহনে ‘ম্যাঙ্গো স্পেশাল’ ট্রেন চালু

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ৫ জুন, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে’র অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ট্রেনটি চাঁপাই থেকে রাজশাহী হয়ে শুক্রবার (৫ জুন) বিকেল ৫টা ৫০মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ১ হাজার কেজি (২৫ মণ) আম নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে রাজশাহী স্টেশনে ট্রেনে আম উঠানোর জন্য যাত্রা বিরতি করে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ২ হাজার ৬০০ কেজি আম, সারদা স্টেশন থেকে ৫০০ কেজি, আমনুরা স্টেশন থেকে ১ হাজার কেজি, কাঁকনহাট স্টেশন থেকে ৪০০ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। এছাড়া ৩৬টি কার্টন ও টুকরি লিচু ট্রেনে তোলা হয়।
এর আগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটির উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিকেল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ পার্সেল এই ট্রেনের যাত্রার উদ্বোধন করেন মেয়র।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে যখন ঢাকা যাবে তখন ট্রেনটির নাম হবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন ২’। আর ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ ফেরার পথে নাম হবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন ১’। ট্রেনটি সপ্তাহে প্রতিদিন চলাচল করবে। ট্রেনটিতে মোট ছয়টি ওয়াগন (মালগাড়ি) থাকবে। প্রতিটি ওয়াগনে ৪৫ হাজার কেজি আম পরিবহন করা যাবে। আম ছাড়াও সব ধরনের শাকসবজি, ফলমূল, ডিমসহ কৃষিজাত পণ্য বহন করা হবে। ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে এক কেজি আমের ভাড়া লাগবে এক টাকা ৩০ পয়সা। আর রাজশাহী রেলস্টেশন থেকে এক কেজি আম ঢাকার বিমানবন্দর, তেজগাঁও বা কমলাপুর রেলস্টেশনে পরিবহন করতে খরচ পড়বে ১ টাকা ১৮ পয়সা। এছাড়া নিয়মানুযায়ী ট্রেন ছাড়ার আগে যে কেউ তাদের মালামাল বুকিং দিতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ জানান, আমরা চাচ্ছি এই ট্রেনের সার্ভিসটি চালু থাকুক। রাজশাহী অঞ্চলে প্রচুর, ফল ও সবজি উৎপাদন হয়। এই ট্রেনে ফল ও সবজি ঢাকায় কম খরচে নিয়ে যাওয়া সম্ভব হবে। এতে করে কুরিয়ার ও পরিবহন খরচ অনেক কমে যাবে।
তিনি আরও জানান, অনেক সময় দেখা যায় রাজশাহীতে ৪০ টাকা কেজি আম হলে সেটি ঢাকায় ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়। কারণ কুরিয়ার ও পরিবহন খরচের কারণে দামটা বেশি হয়ে যায়। মূলত বাজার স্থিতিশীল রাখার জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকাল ৪টায় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে গেছে মালবাহী স্পেশাল ম্যাংগো ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে মালবাহী ট্রেনটিতে আম উঠিয়ে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. আবদুল ওদুদ, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী ও জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান জানান, প্রথম দিন ১ হাজার কেজি আম চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বুক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে কেজি প্রতি আমের ভাড়া ১ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ট্রেন ছাড়ার আধা ঘণ্টার পূর্ব পর্যন্ত মালামাল বুকিং দেওয়া যাবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ