1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ভোলায় ধরা পড়েছে দুই কেজির ‘রাজা ইলিশ’ 

ভোলা জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ভোলায় মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি ‘রাজা ইলিশ’। পরে মাছটি আড়তে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাটে নিলামে মাছটি বিক্রি করেন ওই জেলে।

তুলাতুলি মৎস্য ঘাটের কামাল ব্যাপারীর আড়তের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নাসিম জানান, সকালে সদর উপজেলার তুলাতুলি পয়েন্টের মেঘনা নদীতে রিপন মাঝির জালে বিভিন্ন সাইজের ইলিশের সঙ্গে দুই কেজি ৫০ গ্রাম ওজনের রাজা ইলিশটিও ধরা পড়ে। পরে রিপন মাঝি মাছটি বিক্রির জন্য তুলাতুলি মৎস্য ঘাটের সোহেল পাটোয়ারীর আড়তে নিয়ে আসেন। মাছটি নিলামে তোলা হয়। পরে তিন হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন মহাজন কামাল ব্যাপারী।

ইমতিয়াজ আহমেদ আরও বলেন, ‘বরিশালে রাজা ইলিশের চাহিদা ও দাম বেশি। তাই বরিশালের আড়তে মাছটি ৪ হাজার ৫০০ টাকারও বেশি দামে বিক্রি করতে পারবো বলে আশা করছি।’

ভোলা সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন বলেন, বর্তমানে সদর উপজেলার জেলেরা মেঘনা নদীতে বড় সাইজের ইলিশ পাচ্ছেন। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন (সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা) করায় ফল পাচ্ছেন।

নদীতে ধরা পড়া যেসব ইলিশের ওজন দেড় কেজির বেশি সেগুলোকে ‘রাজা ইলিশ’ বলেন স্থানীয়রা।


সর্বশেষ - জাতীয় সংবাদ