1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

শুভেচ্ছা নিও নাড়িছেঁড়া দল

হামজা রহমান (অন্তর) : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২৩ জুন, ২০২৩

আপনার আওয়ামী লীগ করা আর আমার আওয়ামী লীগ করার মধ্যে পার্থক্য হলো-

আপনার মন কাঁদে আহমদ শফী ও মামুনুল হকের জন্য।

আর আমার মন কাঁদে সৈয়দ আশরাফুল ইসলাম ও আবদুল গাফফার চৌধুরীর জন্য।

আপনি এযুগের আওয়ামী লীগ নেতাদের মনে করেন মাল্টিক্লাস কর্পোরেট হাউজের সিইও, তাদের কোনো ভুল থাকতে পারে না। তাই কোনো আদর্শিক ভুল করলেও তাদের তেলবাজি করেন। যার কারনে তারা আর শুধরায় না।

আর আমি আওয়ামী লীগকে আমার ঘর, আমার পরিবার মনে করি। ঘরের দোষ থাকলে সেটা ঠিক করার প্রয়োজন মনে করি। কারণ পাড়া-প্রতিবেশী নিজের ঘর নিয়ে গালাগাল দিলে আমার লাগে। কারণ আওয়ামী লীগই আমার ঘর, আমার পরিবার, সেই একান্নবর্তী পরিবারের একমাত্র পথপ্রদর্শক জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর তাঁর কন্যা হলো অভিভাবক।

এই পরিবারকে ঠিক রাখতে সেই মহান নেতার জীবনদর্শন চর্চা করা জরুরি। দুর্নীতি আর স্বজনপ্রীতির দায়ে তিনি তাঁর মাত্র সাড়ে ৩ বছরের বাংলাদেশ সরকারের অনেক এমপি-মন্ত্রীকে দল থেকে বহিষ্কার করেছিলেন। আঙুল উঁচিয়ে হুংকার ছেড়ে এই দেশে এমন হ্যাডম একমাত্র একজনেরই ছিলো।

আপনি আওয়ামী করেন, কিন্তু অন্যায়ের সাথ যদি আপোষ করেন, তাহলে জানবেন আপনার আওয়ামী লীগ করায় গলদ আছে।

আপনার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনভর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে গেছেন। মাত্র ১৫ টাকা মুচলেকা দিলেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব ফিরে পেতে পারতেন, তাও তিনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই।

আপনি যদি আপোষ করেন, তাহলে আপনি আপনার নেতাকে মানলেন না, তাঁকে অপমান করলেন!

আপনার আওয়ামী লীগ করা আর আমার আওয়ামী লীগ করার বড় তফাৎ হলো, আপনি আওয়ামী লীগ বেচে নিজের স্বপ্ন গড়েন।

আর আমার মতো আওয়ামী লীগ পাগলেরা নিজের স্বপ্ন, পরিবারের স্বপ্ন, প্রেমিকার স্বপ্ন, সবার সব স্বপ্ন – সর্বস্ব বেচে আওয়ামী লীগ করি।

আফসোস নাই। ক্ষমতার এই নির্মম রাজনীতিতে আপনারা সব নিতে পারবেন, কিন্তু পিতা মুজিবুরকে আমাদের থেকে কেড়ে নিতে পারবেন না। সেটা আমাদেরই থাকবে।

শুভেচ্ছা নিও নাড়িছেঁড়া দল, তোমার সন্তানেরা ভালো নেই, খবর নিও।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

লেখক : হামজা রহমান (অন্তর) – কলামিস্ট , সাংস্কৃতিক সংগঠক ও ছাত্রনেতা।


সর্বশেষ - জাতীয় সংবাদ