1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

আজহারীর ওয়াজের পোস্টে কমেন্ট করায় একজনকে গ্রেপ্তার ও রিমান্ড

খুলনা জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

জামায়াতপন্থী ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত ও যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমালোচিত মিজানুর রহমান আজহারীর একটি ওয়াজের ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে কথিত জনরোষ তৈরির অভিযোগে খুলনায় উৎপল মন্ডল (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার মাহবুব বলেন, মিজানুর রহমান আজহারীর ওয়াজের ফেসবুক পোস্টে কমেন্ট করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। রাষ্ট্র বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জনরোষ তৈরির অভিযোগে মামলা করেছে। আজ তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম সর্দার জানান, কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা এলাকায় ওই যুবকের বাড়িতে গতকাল হামলা চালাতে আসে বেশ কয়েকজন যুবক। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে খুব বেশি ভাঙচুর করতে পারেনি।

শফিকুল ইসলাম বলেন, হামলা হতে পারে এমন খবর পেয়ে স্থানীয় লোকজন হামলাকারীদের প্রতিরোধ করে। কিন্তু তা সত্ত্বেও হামলায় উৎপলের বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ এসে ৫ যুবককে ধরে নিয়ে যায়। পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম এস দোহা বলেন, মিজানুর রহমান আজহারীর ওয়াজের ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবক উৎপলের বাড়িতে গতকাল অবস্থান নেয় ও তাকে খুঁজতে থাকে। পরে পুলিশ এসে ৫ যুবককে ধরে আনে। জিজ্ঞাসাবাদের জন্য উৎপল মন্ডলকেও ডেকে নেয়া হয় থানায়।

তবে খুলনা জেলা পুলিশ সুপার মাহবুব হোসেন জানান ভিন্ন কথা। তিনি বলেন, উৎপলের বাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি। এটি ছড়ানো হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ