1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কাউন্টারে দাঁড়িয়ে অনলাইনে টিকিট কিনছেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১ জুলাই, ২০২২

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট কিনতে বৃহস্পতিবার (৩০ জুন) দিনগত রাত থেকেই অনেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে লাইনে দাঁড়িয়েছেন। অনেকে এসেছেন শুক্রবার (১ জুন) ভোরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্টেশনেও ভিড় বেড়েছে। ফলে কাউন্টারে এখন টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি। এমন পরিস্থিতিতে কাউন্টারে দাঁড়ানো যাত্রীরা হাতে থাকা মুঠোফোনে অনলাইনে টিকিট পাওয়ার চেষ্টা করছেন।

শুক্রবার (১ জুলাই) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘুরে এমনটাই দেখা গেছে।

চুয়াডাঙ্গায় যাওয়ার জন্য ট্রেনের অগ্রিম টিকিট কিনতে শুক্রবার ভোরে কমলাপুর স্টেশনে এসেছেন তাহমিমা রহমান। দীর্ঘ সারি দেখে মোবাইলে অনলাইনে টিকিট কেনার চেষ্টা করেন তিনি।

তাহমিমা বলেন, ‘সকালে এসেই দেখি কাউন্টারে দীর্ঘ সারি। সামনে বহু মানুষ। এজন্য অনলাইনে বেশ কয়েকবার চেষ্টা করলাম। কিন্তু সার্ভারে ঢুকতেই পারলাম না।’

রামপুরা থেকে এসেছেন সোহেল রানা। তিনি গাইবান্ধায় যাওয়ার টিকিট কিনবেন। বৃহস্পতিবার রাত থেকে তিনি স্টেশনে সিরিয়ালে দাঁড়িয়েছেন। সোহেল বলেন, ‘কাউন্টারে লম্বা সিরিয়াল। এজন্য সকাল থেকে অনলাইনে টিকিট কেনার চেষ্টা করছি। তবে সার্ভারে ঢুকতেই পারছি না। যে অবস্থা কাউন্টারে টিকিট পাবো কি না সন্দেহ।’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শায়রীন বলেন, ‘আমি রাজশাহীগামী ট্রেনের টিকিট কিনতে এসেছি। অনলাইনে টিকিট কিনতে গত ঈদেও সমস্যায় পড়েছিলাম। এবারও ঝামেলা হচ্ছে। এজন্য কাউন্টারে আসলাম। তবে কাউন্টারের সিরিয়ালে দাঁড়িয়েও অনলাইনে চেষ্টা করছি। এখনো টিকিট পাইনি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রী বলেন, ‘সার্ভারে প্রবেশ করতে পারছি না। শুধু লোডিং দেখাই।’

অনলাইনে সার্ভারে ঢুকতে সমস্যার অভিযোগ নিয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘সকালে ১৩ হাজার টিকিটের জন্য সাড়ে চার লাখ টিকিটপ্রত্যাশী সার্ভারে ঢুকেছে। ১৩ হাজার মানুষই কিন্তু টিকিট পাবেন। বাকিরা টিকিট পাবেন না। অধিকাংশ লোকই যেহেতু টিকিট পাবে না, তাই অভিযোগটা থাকবেই। অনলাইনে আমি নিজেও সকালে চেষ্টা করেছি, টিকিট কিনতে পারিনি। একসঙ্গে এত মানুষ টিকিট নিতে চাইলে তো আর পাওয়া সম্ভব না।’

এদিকে, বৃহস্পতিবার সকালে ঢাকার ছয়টি এবং গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে থেকে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। কমলাপুর স্টেশনে উত্তরাঞ্চলগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট মিলছে। কমলাপুর শহরতলী প্ল্যাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।

ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। তেজগাঁও রেলওয়ে স্টেশনে পাওয়া যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জগামী ট্রেনের টিকিট।

এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পাওয়া যাচ্ছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট। ফুলবাড়িয়া রেলস্টেশন থেকে পাওয়া যাচ্ছে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের ঈদ স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ