কিছু করার মুরদ নেই
কথা বলায় পটু,
চিনে রাখুন উনারা সবাই
খাম্বাওয়ালার ঘেটু।
এখন তো ভাই বিদ্যুৎ পাই
লোডশেডিংও আছে,
উনারা শুধু খাম্বা দিয়েই
তিরিং বিরিং নাচে।
কত প্রোজেক্ট টেবিলেই শেষ
‘পামু কোথায় মানি’
দেশজুড়ে আজ মেগা প্রোজেক্ট
ওদের চোখে ছানি।
প্রার্থনা করুন- দ্রুত ওদের
চক্ষু ভালো হোক,
ওরা সবাই জ্ঞানপাপী
খাম্বা যুগের লোক।
‘খাম্বা যুগের লোক’
– আসাদ জামান