সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচার সংঘবদ্ধ চক্রের অন্যতম হোতা মো. শহিদুল ইসলাম মিঠুসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১।
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে রাজধানীর ভাটারা, বনশ্রী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এ এস পি নোমান আহমদ।
তিনি বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচা করে আসছিলো। চক্রের অন্যতম হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে (বুধবার) দুপুরে কারওয়ান বাজারস্থ র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।