1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মন্ত্রণালয়ের অনুমতি দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

মালয়েশিয়ার সঙ্গে গত ডিসেম্বরে কর্মী নিয়োগ সমঝোতা চুক্তি হয়েছে। এরপর কয়েক মাস আনুসাঙ্গিক বিষয় সুরাহার পর কর্মী নিয়োগের অনুমতি দেওয়া শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’সহ দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, মালয়েশিয়ার কর্মী যাওয়া শুরু হচ্ছে। এ বছরের মধ্যে ১ লাখ থেকে ২ লাখ কর্মী যাবে। নির্ভর করছে মালয়েশিয়া থেকে কি ধরনের চাহিদার কথা জানানো হয়।

গ্রিসের সঙ্গে চুক্তি হয়েছে এর আগেই। শ্রমবাজারের জন্য ইউরোপে এটি প্রথম চুক্তি। যারা যাবে তারা যেন বৈধ পথে গিয়ে বৈধভাবে কাজ করতে পারে এজন্য এটি করার জন্য জোর দেয় সরকার। আরও কয়েকটি দেশেও একই রকমের চুক্তির চিন্তাভাবনা করা হচ্ছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ