করোনা মহামারীর প্রকোপ কাটিয়ে উঠতে না উঠতেই বিশ্ব সম্মুখীন হয়েছে রাশিয়া-ইউক্রেন সংকটের। নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞায় বিশ্ব অর্থনীতি টালমাটাল। বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মুদ্রাস্ফীতির দিকে তাকালেই সংকটের তীব্রতা টের পাওয়া যাবে। দেশের অভ্যন্তরে অনেকে শুধু বাংলাদেশের মুল্যস্ফীতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু প্রকৃত পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থাই তুলনামূলক সহনীয় পর্যায়ে আছে।
বিভিন্ন দেশের মূল্যস্ফীতির চিত্র
যুক্তরাষ্ট্র ৯.১% (জুন ২০২২)
যুক্তরাজ্য ৯.৪% (জুন ২০২২)
জার্মানি ৮.২% (জুন ২০২২)
রাশিয়া ১৫.৯% (জুন ২০২২)
তুরস্ক ৭৮.৬% (জুন ২০২২)
নেদারল্যান্ডস ৯.৪% (জুন ২০২২)
শ্রীলঙ্কা ৩৯.৯% (জুন ২০২২)
পাকিস্তান ২১.৩২% (জুন ২০২২)
বাংলাদেশ ৭.৫৬% (জুন ২০২২)