খুব শিগগিরই সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর অনলাইনভিত্তিক কার্যক্রম শুরু হচ্ছে। এমন তথ্য দিয়ে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরীর কয়েকটি পয়েন্টে ডিজিটাল স্ক্রিনে দৈনন্দিক নাগরিক সেবা ও সিটি কর্পোরেশনের কার্যক্রম তুলে ধরা হবে।
সোমবার বিকেলে সিলেট প্রেসক্লাবে আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধণী অনুষ্ঠানে মেয়র একথা জানান।
প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে এসময় সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সহা-সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, সাবেক সহ-সভাপতি সুজাত আলী, আব্দুল কাদের তাপাদার, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র আরো বলেন, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এ উদ্যোগ নেয়া হচ্ছে।
পরে তিনি সিলেট প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।