ইবার্তা টুয়েন্টিফোর ডেস্ক: ইরাকের সালাহউদ্দিন প্রদেশের শিরকাত শহরের কাছে কয়েক দফায় বিমান হামলায় ১৭০জনের বেশি আইএস জঙ্গি নিহত হয়েছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বাগদাদ থেকে ২৮০ কিলোমিটার উত্তরে শিরকাত শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাসনেই আসকারি এলাকায় ইসলামিক স্টেট গোষ্ঠীর ওপর ইরাকি সেনাবাহিনীর কয়েক দফা কার্যকর বিমান হামলা চালায়। এ হামলায় ১৭০ জনের বেশি আইএস সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সালাহউদ্দিন প্রদেশের অপারেশন কমান্ডের সহযোগিতায় সেনাবাহিনীর কয়েকটি হেলিকপ্টার গানশিপ এ হামলায় চালায়। আইএসের ৮টি ঘাঁটির ওপর ভারি মেশিনগান হামলা চালানো হয়। মেশিনগানবাহিনী দু’টি ট্রাক এবং অস্ত্র ও আইএস জঙ্গি বহনকারী ১১টি যানবাহনের ওপরও হামলা চালানো হয়।